বিপিএলে ডিআরএস নেই কেন, কী বলছে বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই যেন বিতর্ক। প্রতিটি আসরেই থাকে নানা অসঙ্গতি। এর মধ্যে গত আসর থেকে একটি বিষয় নিয়ে প্রবল আলোচনা হয়ে আসছে, সেটা ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। বর্তমান সময় বিবেচনায় ডিআরএস না থাকাটা অবাক করার মতো ব্যাপারই। আর এই অবাক করা কাণ্ডই ঘটে আসছে বিপিএলে।
বিপিএলের গত আসরে ছিল না ডিআরএস। রাখা হয় অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস)। যা ক্রিকেট দুনিয়ায় পুরোপুরি অপরিচিত। গত আসরের মতো এবারও বিপিএলে ডিআরএস থাকছে না। বিশ্বব্যাপী অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে ডিআরএস আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিসিবি। বিশেষ করে আইপিএলের প্রভাব বেশি কাজ করেছে। এমনই দাবি বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
৬ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে বিপিএলের নবম আসরের। আগেরদিন ইস্পাহানিকে আসরের টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিপিএলের নানা অসংগতি নিয়ে প্রশ্ন করা হয় বিসিবির প্রধান নির্বাহীকে, এর মধ্যে অন্যতম ছিল ডিআরএস।
অন্যান্যবারে চেয়ে এবার বেশি সময়ই হাতে ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ব্রডকাস্ট পার্টনার, টাইটেল স্পন্সর যোগার করতে পারেনি তারা। শেষ বেলায় ইস্পাহানিকে টাইটেল হিসেবে পাওয়া গেছে। সম্প্রচার স্বত্ব নিয়েও আগ্রহ দেখায়নি খুব বেশি টেলিভিশন। এবার সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন। ব্রডকাস্ট পার্টনার ঠিক সময়ে যোগাযোগ করতে পারেনি ডিআরএসের ব্যবস্থা হয়নি।
এ নিয়ে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'দুই-তিন মাস আগেই আমাদের প্রোডাকশন টিম বিষয়টি জানায়। এরপর আমরা আমাদের জায়গা থেকে ডিআরএস আনার সব চেষ্টা করেছি। আইসিসির সঙ্গেও এ নিয়ে যোগাযোগ করেছি। কিন্তু কোনো কারণে সেটা আনা সম্ভব হয়নি। কারণ একই সময়ে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেট চলছে। কিছু ফ্র্যাঞ্চাইজি লিগও চলছে। এসব কারণেই আমরা ডিআরএস আনতে পারিনি।'
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে ডিআরএস পেতে সমস্যা হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে সম্মতিই দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'হতেই পারে। বিষয়টা অনেকটা ও রকমই।'
বাংলাদেশ-ভারত সিরিজে ছিল ডিআরএস, সরঞ্জামও এখনও বাংলাদেশে আছে। কিন্তু ব্যবহারের লোকবল নেই বলে জানান নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, 'আমাদের এখানে অবশ্যই সীমাবদ্ধতা ছিল। যে কারণে আমাদের প্রোডাক্টশন হাউজ সেটা আনতে পারেনি। আমরাও এটা জানার পর নিজের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু এই মুহূর্তে যারা ডিআরএস সার্ভিস দিয়ে থাকে, তাদের যথেষ্ট লোকবল নেই। ভারত সিরিজের পর ডিআরএসের জিনিসপত্র পড়ে আছে। কিন্তু ব্যবহার করার লোক নেই।'