'জীবন দুর্বিষহ হয়ে উঠেছে', চেহারায় মেসির ট্যাটু করিয়ে অনুতপ্ত কলম্বিয়ান ইনফ্লুয়েন্সার!
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে নিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির শেষ বিশ্বকাপে এই পরম আকাঙ্ক্ষিত জয়ে বিশ্বজুড়ে বাধভাঙা আনন্দে মেতেছিল আর্জেন্টিনা সমর্থকরা। তেমনই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দের আতিশয্যে নিজের কপালে 'মেসি' এবং এক গালে 'D10S' (স্প্যানিশ ভাষায় 'ঈশ্বর ও মেসির জার্সি নাম্বারের সমন্বয়) ট্যাটু করিয়েছিলেন কলম্বিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মাইক জ্যাম্বস।
ট্যাটু করানোর পরপরই ভাইরাল হন মাইক। কিন্তু এর কিছুদিন পর থেকেই নিজের সেই সিদ্ধান্ত নিয়ে ভীষণ অনুশোচনায় ভুগছেন মাইক। তিনি জানিয়েছেন, মেসির দুটি ট্যাটু করানোর পর থেকে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে একের পর এক নেতিবাচক ঘটনা ঘটছে এবং জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
টিওয়াইসি স্পোর্টসকে মাইক জ্যাম্বস বলেন, "আমার খুবই দুঃখ হয় যে আমি এই ট্যাটুগুলো করিয়েছিলাম। জীবনে ইতিবাচকতা আসার পরিবর্তে, ট্যাটু করানোর পর থেকে আমার জীবন দুঃস্বপ্নের মতো হয়ে গিয়েছে এবং হাজারো নেতিবাচকতা আমার নিজের ও পরিবারের ওপর ভর করেছে। এর মানে হচ্ছে আমি সমাজের জন্য কোনো ভালো উদাহরণ নই।"
মেসি-ম্যানিয়া নিয়ে অনুতাপ
এই মুহূর্তে নিজের চেহারা থেকে ট্যাটুগুলো দূর করার উপায় খুঁজছেন মাইক জ্যাম্বস। কিন্তু তিনি জানেন না সেটা কিভাবে করতে হয়।
"প্রথম কিছুদিন এই ট্যাটুগুলো নিয়ে আমি খুব গর্ব বোধ করেছিলাম, কিন্তু এখন আমি শুধুই আফসোস করি যে আমি এই কাজটা না করলেও পারতাম! আমি আমার ট্যাটুগুলো মুছে ফেলতে চাই, কারণ এগুলো আমার জীবনে নেতিবাচকতা বয়ে এনেছে। কিন্তু আমি জানিনা এগুলো দূর করার উপায় কী", বলেন মাইক।
সূত্র: মার্কা