ফুটবলকে বিদায় বললেন গ্যারেথ বেল
মাত্র ৩৩ বছর বয়সেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন গ্যারেথ বেল। ওয়েলসের এই ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন ১৯ টি শিরোপা। যার মধ্যে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা। সব ধরণের ফুটবল থেকেই অবসর নিয়েছেন তিনি।
কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার বিপক্ষে সেই বিখ্যাত দৌড়ের গোল, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে দুর্দান্ত বাই-সাইকেল কিকে গোল কিংবা মাত্র ২২ বছর বয়সে সান সিরোতে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে হ্যাটট্রিক, ৬৪ বছর পর বিশ্বকাপে খেলা ওয়েলসের একমাত্র গোল। গ্যারেথ বেলের ক্যারিয়ারে বলার মতো অর্জন আছে অসংখ্য।
ক্যারিয়ারের শেষ দিকে চোটে পড়ে ফর্ম হারানোর পর কিছুটা ব্রাত্যই হয়ে পড়েছিলেন রিয়াল মাদ্রিদ দলে। শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বেল। লস এঞ্জেলেস এফসির হয়ে খেলেন মাত্র ১৩ ম্যাচ।
কাতার বেলের দেশ ওয়েলস সুযোগ পেয়েছিল ৬৪ বছর পর বিশ্বকাপে খেলার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে পেনাল্টি থেকে ওয়েলসের হয়ে গোল করেন বেল। কাতার বিশ্বকাপে এটিই ওয়েলসের একমাত্র গোল ছিলো।
২০১৩ সালের জুনে টটেনহাম থেকে বেলকে ১০০ মিলিয়ন খরচায় দলে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ। যেটি তখনকার সময়ে কোনো খেলোয়াড়ের জন্য বিশ্বরেকর্ড ফি ছিলো। বেল ভেঙ্গেছিলেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোরই রেকর্ড।
রিয়াল মাদ্রিদের হয়ে ২৫১ ম্যাচ খেলে ১০৬ টি গোল করেছেন গ্যারেথ বেল। এছাড়াও টটেনহামের হয়ে ২৩৭ ম্যাচে ৭১ গোল আছে তার। জাতীয় দল ওয়েলসের হয়ে ১১১ ম্যাচে করেছেন ৪১ গোল।