নিয়ম ভেঙে মাঠে ঢুকে খেলা বন্ধ করে রাখলেন সাকিব
নানা অনিয়ম, বিতর্কের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আলোচনার শেষ নেই। সাকিব আল হাসানের কিছু কথার জেরে এবারের আসর শুরুর আগে থেকেই আলোচিত বিপিএল। শুরুর পরও সাকিবের কথার রেশ রয়ে যায়। সাকিব-বিসিবি কর্তাদের মধ্যে কথার লড়াইও হয়। এবার মাঠে ঢুকে নতুন বিতর্কের জন্ম দিলেন ফরচুন বরিশালের অধিনায়ক।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫৮ রানে তোলে রংপুর। জবাবে বাটিংয়ে নেমে স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান ঠিক করা নিয়ে ঝামেলা হয়, যা দেখে নিয়মের তোয়াক্কা না করে মাঠে ঢুকে পড়েন সাকিব। মাঠে ঢুকে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায় তাকে।
মাঠের বাইরে থেকে যতোটা বোঝা গেছে, সেটা হলো স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান ঠিক করা নিয়ে ঘটনার সূত্রপাত। লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের বাঁহাতি ওপেনার চতুরঙ্গ ডি সিলভা স্ট্রাইক প্রান্ত নেন। বোলিং প্রান্তে তখন রংপুরের স্পিনার রকিবুল হাসান। কিন্তু চতুরঙ্গকে স্ট্রাইকে দেখে বোলার পরিবর্তন করে রংপুর। দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান বল তুলে দেন ডানহাতি অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাতে।
রংপুরের বোলার পরিবর্তন দেখে প্রান্ত বদল করে নেন বরিশালের দুই ওপেনারও, স্ট্রাইকে যান এনামুল হক বিজয়। এরপর রংপুর আবারও বোলার পাল্টায়, ডানহাতি বিজয়ের বিপক্ষে বাঁহাতি স্পিনার রকিবুলকে আনে তারা। এ নিয়ে মাঠের মধ্যে শুরু হয় নাটক। যা ডাগআউট থেকে লক্ষ্য করেন সাকিব। কিছুক্ষণ বাইরে থেকে বিষয়টি দেখার পর বরিশাল অধিনায়ক হাত দিয়ে ইশারা করে দুই ওপেনারকে মাঠ থেকে বেরিয়ে আসতে বলেন।
বরিশালের দুই ওপেনার তখন আম্পায়ারের সঙ্গে কথা বলছেন, এক পর্যায়ে নিয়ম ভেঙে মাঠে ডুকে পড়েন সাকিব। তখন তার পায়ে খেলার জুতাও ছিল না, স্যান্ডেল পরা সাকিব মাঠে ঢুকে স্কয়ার লেগ আম্পায়ার গাজি সোহেলের দিকে তেড়েফুঁরে এগিয়ে যান। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তিনি। মিনিট পাঁচেক চলে এই ঘটনা। অবশেষে সাকিব মাঠ ছাড়েন। পরে চতুরঙ্গর বিপক্ষে রকিবুলকে দিয়েই বোলিং শুরু করায় রংপুর।
সাকিবের এভাবে মাঠে ঢুকে পড়ার আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ফরচুন বরিশাল। দলটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেছেন, 'নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন, তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন তিনি।'