'মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে'
লিওনেল মেসি সাফ জানিয়ে দিয়েছেন কাতার বিশ্বকাপই ছিলো তার শেষ বিশ্বকাপ। সেটি জিতে নিজের ক্যারিয়ার সম্পূর্ণ করেছেন আর্জেন্টাইন জাদুকর। তবে মেসি নিজে বললেও আলোচনা থেমে নেই পরের বিশ্বকাপে তার খেলা নিয়ে।
লিওনেল স্কালোনি এর আগেও বলেছেন, আর্জেন্টিনার বেশ কয়েকজন সতীর্থও বলেছেন মেসি ২০২৬ বিশ্বকাপেও খেলতে পারেন। যদিও মেসির নিজের কথা অনুযায়ী তার আর খেলার কথা নয়। কিন্তু স্কালোনি আবারো জানিয়ে দিলেন, পরের বিশ্বকাপেও খেলা সম্ভব মেসির পক্ষে।
কাতার বিশ্বকাপে বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। শিরোপা তো জিতেছেনই, পাঁচ বিশ্বকাপ খেলা মাত্র ছয় খেলোয়াড়ের একজন হয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা, সর্বোচ্চ গোলে অবদান রাখা, সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ, দুই বিশ্বকাপে গোল্ডেন বলজয়ী একমাত্র খেলোয়াড়ও তিনি।
২০২৬ বিশ্বকাপে যদি শেষ পর্যন্ত খেলেই ফেলেন মেসি, তাহলে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া হবে তার। স্কালোনি সেই প্রত্যাশাই করছেন, 'আমার মনে হয় মেসি পরের বিশ্বকাপেও খেলতে পারবে। তবে এটি নির্ভর করছে সে কী চায় তার উপর। আমাদের দরজা সবসময়ই তার জন্যে খোলা।' রেডিও কালভিয়াকে বলেন স্কালোনি।
পরবর্তী বিশ্বকাপ আসতে আসতে মেসির বয়স দাঁড়াবে ৩৯। কাতার বিশ্বকাপের পর অবশ্য আরো কিছুদিন আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন মেসি।
সেটি যেন ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত হয়, তাই আশা স্কালোনির, 'মেসি নিজেকে উপভোগ করছে, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, সে এই উপভোগ করা চালিয়ে যাবে।'