ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ঘানার ফুটবলার
তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় শোকস্তব্ধ গোটা দুনিয়া। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এতো খারাপ অবস্থার মাঝেও কিছুটা স্বস্তির খবর পেলো ঘানার ফুটবল। ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন দেশটির ফুটবলার ক্রিস্টিয়ান আটসু। তবে নিউক্যাসল ইউনাইটেডের সাবেক এই ফুটবলারকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আটসুর বর্তমান ক্লাব হাতিয়াসপোরের সহ-সভাপতি মুস্তফা ওজাত। বিন স্পোর্টসকে ওজাত জানান, ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও তাদের স্পোর্টিং ডিরেক্টর ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।
সোমবার স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও প্রতিবেশী দেশ সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধসে পড়ে অনেক বহুতল ভবন, হাসপাতাল। আহত ও গৃহহীন হয়ে পড়ে হাজারও মানুষ। ভয়াবহ এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে।
তুরস্কের ক্লাব হাতিয়াসপোরের হয়ে খেলেন আটসু, গত বছর ক্লাবটিতে যোগ দেন ৩১ বছর বয়সী এই উইঙ্গার। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেডের হয়ে খেলেন তিনি। ২০১৩ সালে চেলসির সঙ্গে চুক্তি হলেও ক্লাবটির হয়ে খেলা হয়নি তার।
চেলসি থেকে ধারে এভারটন, বোর্নমাউথের হয়ে খেলেন তিনি। ২০১২ সালে ঘানা জাতীয় দলে অভিষেক হয় আটসুর। ৬৫ ম্যাচে ৯ গোল করা এই উইঙ্গার দেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৯ সালে।