‘মাশরাফি কিংবদন্তি, বাংলাদেশে তার তুলনীয় কেউ নেই’
বিপিএল খেলতে বাংলাদেশে এসেই অনুশীলনের ফাঁকে মাশরাফি বিন মুর্তজাকে উদ্দেশ্য করে মোহাম্মদ আমির বলেছিলেন 'টাইগার আভি জিন্দা হ্যায়।' অর্থাৎ, বাঘ এখনও বেঁচে আছে। পাকিস্তান পেসারের এমন মন্তব্যে সিলেট স্ট্রাইকার্স অধিনায়কের মুখে তৃপ্তির ছাপ ছিল স্পষ্ট।
পরে মাশরাফিকে নিয়ে মুগ্ধতার কথা জানান আরেক পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম। বিপিএল খেলে দেশে ফিরে এক ম্যাচের জন্য আবারও ঢাকায় আসা আমির এবার মাশরাফিকে নিয়ে আরও বড় মন্তব্য করলেন। বাঁহাতি এই পেসারের মতে, মাশরাফির সঙ্গে তুলনা করার মতো ক্রিকেটার বাংলাদেশে নেই।
সিলেটের হয়ে ১০ ম্যাচ খেলে পাকিস্তানে ফিরে যান আমির। পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার অংশ হিসেবে দেশে ফিরতে হয় তাকে। তবে এক ম্যাচ খেলতে আবারও ঢাকা আসেন তিনি, খেলেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে। এই ম্যাচের পর মাঠ ছাড়ার আগে মাশরাফি ছাড়াও দল, তরুণ ক্রিকেটারদের নিয়ে কথা বলেন আমির।
মাশরাফিতে মুগ্ধ আমির, তার চোখে সিলেট অধিনায়ক কিংবদন্তি। এবং তার সঙ্গে তুলনা করার মতো ক্রিকেটার বাংলাদেশে নেই। আমির বলেন, 'তিনি কিংবদন্তি। একটি শব্দই বলা যায়, তিনি কিংবদন্তি। এখানে, বাংলাদেশে আমার মনে হয় মাশরাফির তুলনীয় কেউ নেই।'
সিলেটের হয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন আমির, যা এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ। ডেথ ওভারগুলোতে সিলেটের প্রধান শক্তিই ছিলেন পাকিস্তানের এই পেসার। তবে পিএসএলের কারণে প্লে-অফে তাকে দলে পাচ্ছে না সিলেট। আজই পাকিস্তানে ফিরে যাবেন আমির।
দেশে ফেরার আগে দল ও দলের ক্রিকেটারদের নিয়ে কথা বলেন তিনি। তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজাদের খেলা মনে ধরেছে আমিরের। অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, 'রাজা, হৃদয় খুবই ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্য ওরা খুব ভালো হবে। তারা যদি কঠোর পরিশ্রম চালিয়ে যায়, আমার মনে হয় ওরা আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবে। রাজা খুবই ভালো। সে বেশ গতিময় এবং দ্রুত শিখছে।'
সিলেট শিরোপা জিতবে এমনই বিশ্বাস আমিরের। তার ভাষায়, 'সত্যি বলতে, আমরা অনেক কষ্ট করেছি পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছাতে। তবে খেলাটা ক্রিকেটে। অন্যান্য দিকেও মানোযোগ দিতে হবে আমাদের। স্ট্রাইকার্সের প্রতি আমাদের সমর্থন রয়ে যাবে এবং আশা করি আমরা ফাইনাল জিতব।'