মেট্রোরেলে ঘুরে বেড়ালো বিপিএলের ট্রফি
প্রায় দেড় মাসের মাঠের লড়াইয়ের পর পর্দা নামার অপেক্ষা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। অপেক্ষা একটি ম্যাচের, শিরোপার লড়াইয়ের। নিশ্বাস দূরত্বে পৌঁছে যাওয়া সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে শ্রেষ্ঠত্বের মুকুট জেতার লড়াইয়ে। ম্যাচটি ১৬ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।
যেকোনো টুর্নামেন্টের ফাইনালের আগে ট্রফিসহ আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিতে দেখা যায় দুই দলের অধিনায়ককে। প্রতিবারের মতো এবারও বিপিএলে এই রীতি পালন করা হয়েছে, তবে তা একেবারেই ব্যতিক্রমী আয়োজনে। দেশের যোগাযোগ ক্ষেত্রে নতুন দিগন্ত সূচনাকারী মেট্রোরেলে হলো বিপিএলের ট্রফির ফটোসেশন।
ট্রফি নিয়ে মেট্রোরেলে ঘুরে বেড়ালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস ও সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবর্তমানে ফটোশুটে অংশ নেওয়া মুশফিকুর রহিম। ফাইনালের আগে মাশরাফির অনুপস্থিতি প্রশ্নের জন্ম দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেননি সিলেটের নিয়মিত অধিনায়ক।
ব্যতিক্রমী আয়োজনের চিন্তা থেকে ফটোসেশনের জন্য মেট্রোরেলকে বেছে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উত্তরার দিয়াবাড়ি স্টেশনে ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন দুই দলের অধিনায়ক। স্টেশনে, রেলের ভেতরে ছবি তোলেন ইমরুল ও মুশফিক।
এমন আয়োজন মনে ধরেছে কুমিল্লা অধিনায়কের। বেশ কয়েকটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে ইমরুল লিখেছেন, 'নতুন অভিজ্ঞতা।' দুই দলের অফিসিয়াল পেজেও ছবিগুলো পোস্ট করা হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন বেশ সাড়া ফেলেছে। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।