নেইমার পিএসজি ছাড়লেও তাকে সিটিতে চান না গার্দিওলা
সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না নেইমার এবং পিএসজির। বোর্ডের সঙ্গে ঝামেলার কথা শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। এরই জেরে ক্লাব ছাড়তে পারেন ব্রাজিলিয়ান তারকা।
নেইমার পিএসজি ছাড়লে তাকে দলে পেতে চাইবে ইউরোপের অনেক বড় ক্লাবই। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ তার পরবর্তী গন্তব্য হতে পারে বলে অনেকের ধারণা।
কিন্তু বাকি সবাই তাকে চাইলেও সেই দলে নেই পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটি কোচের কাছে নেইমারকে উটকো ঝামেলা মনে হয় বলে খবর দিয়েছে এল ন্যাসিওনাল।
শৃঙ্খলার বিষয়ে গার্দিওলা যে একচুল ছাড় দেন না তা জানা সবারই। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ কিংবা ম্যানচেস্টার সিটিতে তারকা খেলোয়াড়দেরও বসিয়ে রেখেছেন, এমনকি ক্লাবছাড়াও করেছেন শুধুমাত্র নিয়ম ভঙ্গের কারণে।
আর নিয়মের তোয়াক্কা না করার জন্য নেইমারেরও কম কুখ্যাতি নেই। তাই তেলে-জলে যে মিলবে না তা ভাবাটা অস্বাভাবিক নয়। ইংলিশ প্রিমিয়ার লিগে নেইমার আসলেও সেটি যে ম্যানচেস্টার সিটিতে নয়, সেটি অন্তত নিশ্চিত ধরে নেওয়াই যায়।