টিকেটে ইংল্যান্ডের পতাকা পাল্টে দিলো বিসিবি
টিকেটে ভুল সময় দেওয়া, দেশের নাম ভুল, অফিসিয়াল খেলোয়াড় তালিকায় নানা ধরনের ভুল করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য নতুন কিছু নয়। আগে এমন ঘটনা অনেক দেখা গেছে। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকেটেও পাওয়া গেল বড় ধরনের ভুল। টিকেটে ইংল্যান্ডের ভুল পতাকা ছাপানো হয়েছে।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে সাত বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে সিরিজ, প্রথম ওয়ানডে ১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজ সকাল থেকে প্রথম ম্যাচের টিকেট বিক্রি শুরু হয়েছে। ক্রিকেটভক্তদের হাতে টিকেট পৌঁছাতেই ধরা পড়েছে ভুল।
টিকেটে বাংলাদেশ ও ইংল্যান্ডের পতাকা থাকার কথা। কিন্তু ইংল্যান্ডের পতাকার জায়গায় দেওয়া হয়েছে যুক্তরাজ্যের পতাকা। ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড নিয়ে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের অংশ হলেও অন্যান্য দেশের মতো ইংল্যান্ডের আলাদা পতাকা আছে। কিন্তু টিকেট ছাপানোর দায়িত্বে থাকা বিসিবির নির্দিষ্ট বিভাগ এ নিয়ে অবগত নয়, তাই পাল্টে গেছে একটি দেশের পতাকা।
সাদা রঙের উপর লাল যোগ চিহ্ন সম্বলিত পতাকা ইংল্যান্ডের। দেশ হিসেবে সবখানে তাদের এই পতাকা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু বিসিবি ভুল করে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করেছে। কীভাবে এমন ভুল, সেটা জানতে যোগাযোগ করা হলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ পরিষ্কার উত্তর দিতে পারেননি।
বিসিবির এই পরিচালক বলেন, 'আমি এই মাত্রই জানতে পেরেছি এটা। কেন দিয়েছে, কারা দিয়েছে এই পতাকা, খোঁজ নিয়ে দেখছি।' যেভাবেই এই ভুল হোক, তা আর শুধরানোর সুযোগ নেই। কারণ প্রথম ম্যাচের অনেক টিকেট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। বাকি থাকা টিকেটও এতো অল্প সময়ের মধ্যে পরিবর্তন আনা সম্ভব নয়, আছে আরও জটিলতা। তাই প্রথম ওয়ানডের টিকেটে ইংল্যান্ডের ভুল পতাকাই থেকে যাচ্ছে।
যদিও বিসিবির প্রধান নির্বাহী এতে কোনো ভুল দেখতে পাচ্ছেন না। ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা যায় জানিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, '(পতাকার বিষয়টি) আমরা দেখেছি। এটা তো আসলে কোনো ভুল নয়। আমরা যদি আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের পতাকা ব্যবহার করতাম, তাহলে ভুল বলা যেত। ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা যায়। এটি সাধারণ ব্যাপার।'