বিসিবি কি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ছেড়ে দিচ্ছে!
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে লোকবলসহ মালামাল গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে প্রত্যাহার করা হচ্ছে বিসিবির নিযুক্ত বগুড়ার সকল কর্মকর্তা-কর্মচারীকে।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে এসব বিষয়ে জানিয়েছেন শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবির ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। এর আগে বুধবার দুপুরে ভেন্যু প্রত্যাহারের বার্তা দেয়া হয় তাদের।
বগুড়ার ভেন্যু ম্যানেজার জানান, মোবাইলে নির্দেশ দেয়া হয় শহীদ চান্দু স্টেডিয়ামে থাকা বিসিবির সকল মালামাল ঢাকার মিরপুর স্টেডিয়ামে পাঠিয়ে দিতে। একইসাথে বগুড়ায় কর্মরত বিসিবির ১৭ জনকে বৃহস্পতিবারের মধ্যে ঢাকায় রিপোর্ট করতে বলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কোত্থেকে শুনেছেন জানি না, তবে এ ব্যাপারে আমার কিছু জানা নেই। এমন কাজে সবাই বিসিবির প্রধান নির্বাহীকে রিপোর্ট করে, সে ব্যাপারে আমি জানি না।'
ব্যাপারটি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে বিসিবির ম্যানেজমেন্ট থেকে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আমরা সেটা বাস্তবায়ন করছি। কিন্তু এটা কী ব্যাপার, যারা পলিসি মেকিংয়ে আছেন, তারাই ভালো বলতে পারবেন। সরঞ্জামের কথা বলব না আমি নিশ্চিত করে, ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আমরা সেটা বাস্তবায়ন করছি। এর বাইরে এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না।'