মেসির স্ত্রীর মালিকানাধীন দোকানে গুলি, মেসিকে হুমকি!
এই তো মাত্র দুদিন আগেই জিতলেন ফিফা দ্য বেস্টের খেতাব। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সব খেলোয়াড় আর কোচদের স্বর্ণে মোড়ানো আইফোনও উপহার দিলেন। বেশ ফুরফুরে সময় কাটছে লিওনেল মেসির। কিন্তু সেই আনন্দ মিইয়ে যাওয়ার কথা এতক্ষণে।
রোসারিওতে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন একটি দোকানে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সেইসাথে মেসিকে হুমকি দিয়ে লেখা একটি কাগজ রেখে গেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।
'ইউনিকো' নামের একটি খাবারের দোকানের মালিক আন্তোনেল্লার পরিবার। মেসি এবং তার স্ত্রী দুজনেরই জন্ম এবং বেড়ে ওঠা এই রোসারিওতেই। আর্জেন্টিনা সময় বৃহস্পতিবার সকালে ইউনিকোর দরজা এবং গ্লাস লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। মোট ১৪ টি গুলি ছোঁড়া হয়।
এরপর ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। সেখান থেকে একটি কাগজ উদ্ধার করে তারা, যেখানে লেখা ছিলো, 'মেসি আমরা তোমার জন্য অপেক্ষা করছি। জাভকিনও তোমাকে বাঁচাতে পারবে না, সে নিজেই মাদকের ব্যবসা করে।'
উল্লেখ্য, রোজারিওর মেয়র পাবলো জাভকিন, আর তাকে জড়িয়েই মেসিকে বার্তাটি দিয়েছে সন্ত্রাসীরা। নিজের ক্যারিয়ার শেষ করার আগে রোজারিওর ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে খেলার ইচ্ছা পোষণ করেছেন মেসি। তার ক্যারিয়ারের প্রথম ক্লাবও ছিলো এটি।
এই ঘটনার পর রোজারিওতে খেলতে আসা তো পরের কথা, ছুটি কাটাতে আসতেও কয়েকবার ভাবতে হবে মেসিকে।