'আমরা আর কোনো মিথ্যা সংবাদ সহ্য করব না'
লিওনেল মেসি এই মৌসুম শেষে কোথায় যাচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। পিএসজির সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন কিনা সেটি নিয়েও আলোচনা আছে ফুটবল মহলে। যদি চুক্তি নবায়ন না করেন তাহলে কোথায় যাবেন এটিই যেন সবার মনের প্রশ্ন।
মেসির পরবর্তী গন্তব্য নিয়ে বিভিন্ন খবর ভেসে বেড়াচ্ছে গণ মাধ্যমে। যার কোনোটিই সঠিক নয় বলে দাবি মেসির বাবা হোর্হের।
এই শোনা যাচ্ছে চুক্তি নবায়নের জন্য মেসির দাবি করা বেতন দিতে রাজি নয় পিএসজি, আবার গুঞ্জন উঠছে সৌদির ক্লাব আল-হিলালে যোগ দেওয়ার জন্য বছরে ৬০০ মিলিয়ন ইউরো চেয়েছেন মেসি।
পিএসজির সর্বশেষ অনুশীলন সেশনে ছিলেন না মেসি। ফরাসি গণ মাধ্যমের দাবি, দলের কোচ ক্রিস্তোফ গালতিয়েরের সঙ্গে ঝামেলা হওয়াতে মেসি হাজির হননি সেখানে।
এসব কিছু নিয়েই বিরক্ত মেসির বাবা হোর্হে। সবকিছুকে মিথ্যা দাবি করে তিনি ক্ষোভ ঝেড়েছেন, সেইসাথে জানিয়ে দিয়েছেন এই ধরণের খবর আর সহ্য করবেন না তারা, 'এই সংবাদ্গুলো যে আপনারা দেখতে পাচ্ছেন বা করছেন, এসবের প্রমাণ কোথায়? যতো খুশি সংবাদ ছাপান, প্রমাণ ছাড়া কেউ কিছু বিশ্বাস করবে না। নিজেদের অনুসারী বাড়ানোর জন্য আপনারা এসব ভুল খবর দিচ্ছেন। আমরা পরবর্তীতে আর চুপ থাকব না।'
এদিকে মেসির ভবিষ্যত নিয়ে পিএসজি কোচ গালতিয়েরকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করলে তিনি জানান, 'আমি যতদূর জানি, মেসি এবং পিএসজি বোর্ডের মধ্যে এ বিষয়ে কথা চলছে।'