‘সাকিব-লিটনদের আটকে রেখে লাভ কী?’- প্রশ্ন মাশরাফির
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে সবুজ সঙ্কেত মেলেনি সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমানদের। কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, দেশের খেলা থাকলে আইপিএলে খেলোয়াড় পাঠানোর কোনো সুযোগ নেই। জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে বলেছেন, সবার আগে দেশ। কিন্তু জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রশ্ন, সাকিব-লিটনদের আটকে রেখে লাভ কী!
আগামী ৩১ মার্চ মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর। নতুন এই আসরে সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। পুরনো ঠিকানা দিল্লি ক্যাপিটালসেই আছেন মুস্তাফিজুর রহমান। মাশরাফি মনে করেন, দেশকে জড়িয়ে আবেগী না হয়ে এই তিন ক্রিকেটারকে আইপিএল খেলার সুযোগ দেওয়া উচিত। ক্রিকেটারদের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার পক্ষে তিনি।
সোমবার বিকেএসপিতে ঢাকার প্রিমিয়ার লিগে ৫ উইকেট নেওয়া মাশরাফি ম্যাচের পর সাকিব-লিটনদের আইপিএল খেলার প্রসঙ্গে বলেন, 'বাংলাদেশের কী খেলা আছে এর মধ্যে? টেস্ট খেলা থাকলেও সেটা যদি মানিয়ে নেওয়া যায় কাউকে দিয়ে, তাহলে গেলে তো সমস্যা নেই। পৃথিবীর অন্যান্য কোনো দেশ তো কোনো ক্রিকেটারকে আটকাচ্ছে না। আমরা শুধু শুধু আবেগী হয়ে তো লাভ নেই।'
'এদিকে তো আমরা অনেক খেলোয়াড় পরিবর্তন করে খেলাচ্ছি। খেলাচ্ছি না, তা তো না। ওদের যখন ভালো জায়গায় সুযোগ হয়, তখন বারবার আটকানো তো ঠিক না। খোলামেলা আলাপ করা উচিত ওদের সাথে। ওরা যদি মন থেকে যেতে চায়, তাহলে কেন নয়! আয়ারল্যান্ডের সাথে যেহেতু টেস্ট ম্যাচ, আমার মনে হয় আমাদের এটা ম্যানেজ করার সামর্থ্য আছে। বিশেষ করে টেস্ট ম্যাচে।' যোগ করেন তিনি।
মাশরাফির প্রশ্ন, সাকিব-লিটনদের আইপিএলে খেলতে না দেওয়াতে কী লাভটা হবে। ওয়ানডের সফলতম এই অধিনায়ক বলেন, 'যে তিনজন ক্রিকেটারকে নিয়ে কথা হচ্ছে, তারা যদি যেতে চায় অবশ্যই যেতে দেয়া উচিত। সারা বিশ্বের ক্রিকেটাররাই তো যাচ্ছে। শুধু শুধু আমাদের আটকে রেখে লাভ কী? নির্ভর করছে ওই খেলোয়াড় কী চায়, এটার ওপর। যেতে চায় কি চায় না, সেটা আলোচনা করার পর বলা যাবে। সাকিব-লিটন ওরা ওদের কথা বলবে, তারপর বোর্ড বোর্ডের কথা বলবে। আমরা মিডিয়ায় এতো কথা বলে লাভ নেই। একটা সমাধান তো হবে নিশ্চয়ই।'
ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের কৌশলকে উদাহরণ হিসেবে টেনে মাশরাফি বলেন, 'ইংল্যান্ডের সাথে দুই-এক জনকে সরিয়ে খেলেছে বাংলাদেশ, এদিক ওদিক করে। একই খেলা আয়ারল্যান্ডের সঙ্গেও খেলেছে। এভাবে শিফট করে তো করা যায়। তো ইংল্যান্ডে কেন নিতে পারবে না? সিরিজটা কতোটা গুরুত্বপূর্ণ সেটাও বুঝতে হবে। যে ক্রিকেটারটা আইপিএলে সুযোগ পেয়েছে, তার সঙ্গে কথা বলে এটার সমাধানে আসা উচিত।'