লিটনের আরেকটি দুর্বার ইনিংস, আবারও জিতলো ঢাকা
লিটন কুমার দাসের ব্যাটে রান মানেই যেন ঢাকা ক্যাপিটালসের মুখে হাসি। টানা ছয় হারের পর দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকা যে প্রথম জয়ের স্বাদ পায়, সেই ম্যাচে চোখ ধাঁধানো ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হাসলো লিটনের ব্যাট, এদিন জয়ের স্বাদ পেল ঢাকাও।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রুদ্ধশ্বাস ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। হারতে হারতে ক্লান্ত হয়ে ওঠা দলটি শেষ তিন ম্যাচে দুটিতে জিতলো। নয় ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে ঢাকা। তাদের আজকের প্রতিপক্ষ সিলেট আট ম্যাচে দুই জয়ে তালিকার তলানির দল।
টস জিতে আগে ব্যাটিং করতে নামে ঢাকা ক্যাপিটালস। লিটনের হাফ সেঞ্চুরির পর শেষ দিকে অধিনায়ক থিসারা পেরেরার ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ গড়ে দলটি। জবাবে রনি তালুকদার, অ্যারন জোন্স, অধিনায়ক আরিফুল হকের ব্যাটে দারুণ লড়ে সিলেট। কিন্তু তাদের লড়াই যথেষ্ট ছিল না, ৭ উইকেটে ১৯০ রানে থামে সিলেটের ইনিংস।
লক্ষ্য তাড়ায় সিলেটের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন রনি। ডানহাতি এই ব্যাটসম্যান ৪৪ বলে ৯টি চারে ৬৮ রান করেন। ৩২ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৬ রান করেন জোন্স। আরিফুল ১৩ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ২৯ রান করেন। ঝড় তোলেন জাকের আলী অনিকও, ১৩ বলে ৫টি চারে ২৮ রান করেন তিনি। ঢাকার মুস্তাফিজুর রহমান ও ম্যাচসেরা পেরেরা ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান মোসাদ্দেক হোসেন সৈকত ও মুকিদুল ইসলাম মুগ্ধ।
এর আগে ঢাকার হয়ে ব্যাট হাতে শাসন করেন লিটন। দীর্ঘদিন পর ব্যাট হাতে ছন্দে ফেরা ডানহাতি এই ওপেনার ৪৮ বলে ৪টি করে চার ও ছক্কায় ৭০ রানের দারুণ এইক ইনিংস খেলেন। এর আগে ১৬ বলে একটি চার ও ২টি ছক্কায় ২২ রান করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ২১ বলে ২৪ রান করেন সাব্বির রহমান। তাণ্ডব চালানো পেরেরা ১৭ বলে ৩টি করে চার ও ছক্কায় করেন ৩৭ রান। সিলেটের টিপু সুলতান ও সামিউল্লাহ শিনওয়ারি ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান সুমন খান ও রুয়েল মিয়া।