মেসিকে বার্সায় ফেরার পরামর্শ হেনরির
একে তো তিনি নিজে এক সময় ছিলেন মেসির সতীর্থ, সর্বকালের সেরার প্রশ্নেও তার কাছে আর্জেন্টাইন জাদুকরই সবার ওপরে। তাই মেসির সঙ্গে পিএসজি সমর্থকরা গত কয়েক ম্যাচ ধরে যা করছেন তা সহ্য হচ্ছে না থিয়েরি হনরির।
পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করতে মেসিকে পরামর্শ দিয়েছেন সাবেক এই ফরাসি তারকা। বার্সেলোনায় তিন মৌসুম মেসির সঙ্গে খেলেছেন হনরি। জিতেছেন ট্রেবলও।
পিএসজির সমর্থকদের আচরণকে অগ্রহণযোগ্য বলেছেন ফরাসি এই কিংবদন্তি, 'মেসিকে দুয়োধ্বনি দেওয়ার ব্যাপারটি লজ্জাজনক। দলের অন্যতম সেরা খেলোয়াড়ের সঙ্গে আপনি এ ধরণের আচরণ করতে পারেন না। সে ইতোমধ্যে এই মৌসুমে ১৩ টি করে গোল ও অ্যাসিস্ট করেছে।'
এরপরই মেসিকে বার্সায় ফেরার পরামর্শ দিয়েছেন হনরি, 'মেসির উচিত বার্সেলোনায় ফিরে আসা। ব্যক্তিগতভাবে আমি তাকে বার্সায় ক্যারিয়ার শেষ করতে দেখতেই বেশি পছন্দ করব। ফুটবলের প্রতি ভালোবাসার জন্য হলেও মেসির বার্সায় ফেরা উচিত।'
হনরির মতোই আরেক ফরাসি কিংবদন্তি, ১৯৯৮ বিশ্বকাপ জেতা ইমানুয়েল পেতিতও চাঁছাছোলা মন্তব্য করেছেন পিএসজিকে নিয়ে। পেতিতের কাছে পিএসজিকে কোনো ক্লাবই মনে হয় না।
মেসিকে সর্বকালের সেরা হিসেবে আখ্যায়িত করেছেন পেতিত, সেইসাথে আর্জেন্টাইন জাদুকর আরো বেশি সম্মান প্রাপ্য বলেও মন্তব্য সাবেক ফরাসি মিডফিল্ডারের, 'যখন আমি দেখছি মেসিকে এভাবে আক্রমণ করা হচ্ছে, এটি ফুটবলের জন্যই অসম্মানজনক।'
কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে জেতার পর ফ্রান্সের ক্লাবে খেলে ফ্রান্সেরই সাবেক কিংবদন্তিদের কাছ থেকে সমর্থন পাওয়া কেবল লিওনেল মেসির পক্ষেই হয়তো সম্ভব।