ছয় বছর পর ফিফা র্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, তৃতীয় স্থানে ব্রাজিল
৩৬ বছর পর নিজেদের তৃতীয় বিশ্বকাপ জেতার পর থেকেই উড়ছে আর্জেন্টিনা। গত বছরের ডিসেম্বরে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূর্ণ করেছেন মেসি-দি মারিয়ারা। কিন্তু এতদিন একটা আক্ষেপ রয়েই গিয়েছিল; কারণ বিশ্বসেরা হয়েও ফিফা র্যাংকিংয়ে সবার সেরা হতে পারছিল না আর্জেন্টাইনরা। কিন্তু এবার সেই আক্ষেপ ঘুচেছে, ছয় বছর পরে আবারও ফিফা ওয়ার্ল্ড র্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছে আর্জেন্টিনা।
সর্বশেষ প্রীতি ম্যাচে পানামা (২-০) ও কুরাসাও (৭-০) এর বিপক্ষে জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেছনে ফেলে ফিফা র্যাংকিংয়ে প্রথম স্থান দখল করেছে লিওনেল স্কালোনির দল। নতুন র্যাংকিং অনুযায়ী, দ্বিতীয় স্থানে ফ্রান্স এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
মূলত, প্রীতি ম্যাচে মরক্কোর বিরুদ্ধে পরাজয়ের মাশুল দিতে হয়েছে ব্রাজিলকে। মরক্কোর বিপক্ষে ম্যাচে ২-১ গোলে হেরে যায় ব্রাজিল। অন্যদিকে, উয়েফা ইউরো ২০২৪ এর বাছাইপর্বের ম্যাচে নেদারল্যান্ডস (৪-০) ও আয়ারল্যান্ডের (১-০) বিপক্ষে ব্যাক-টু-ব্যাক জয়ের পর দ্বিতীয় স্থান অধিকার করতে সক্ষম হয়েছেন এমবাপ্পেরা।
ফিফা র্যাংকিংয়ে সেরা দশে থাকা প্রথম তিন দলের বর্তমান পয়েন্ট আর্জেন্টিনা (১৮৪০.৯৩), ফ্রান্স (১৮৩৮.৪৫) এবং ব্রাজিল (১৮৩৪.২১)।
এই তিন দলের বাইরে ফিফা র্যাংকিং এ থাকা সেরা দশটি দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। র্যাংকিংয়ে চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম এবং পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড।
সূত্র: ফিফা