মুশফিকের মাইলফলক
ঘরের মাঠে আয়ারল্যান্ডকে পেয়ে বাংলাদেশ যেমন একের পর এক দলগত মাইলফলক গড়ে গেছে, মুশফিকুর রহিমও তাই করেছেন। সিলেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি করার দিনে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
এবার আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে আরেকটি মাইলফলক ছুঁলেন মুশফিক। তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে (তিন ফরম্যাট মিলিয়ে) ১৪ হাজার রান পূর্ণ করেছেন তিনি।
প্রথম ইনিংসে বাংলাদেশের দুঃসময়ে কাণ্ডারী হয়ে ১২৬ রানের দারুণ এক ইনিংস খেলা মুশফিক দ্বিতীয় ইনিংসেও সাবলীল ব্যাটিং করছেন। মধ্যাহ্ন বিরতির আগে ওয়ানডে স্টাইলে ২০ বলে ৫টি চারে ৩০ রান করে অপরাজিত থাকেন তিনি।
এই ইনিংসের পথে ১৪ হাজারে পৌঁছে যান মুশফিকর। লিটন কুমার দাসের পর তার মারকুটে ব্যাটিংয়ে ছোট লক্ষ্যের খুব কাছে পৌঁছে গেছে বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ৪৯ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার আগে তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের রান ছিল ১৩ হাজার ৯৯২। এই ইনিংসে ৮ রান করতেই মাইলফলকে পৌঁছে যান তিনি। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক মুশফিক, সেঞ্চুরিতে দ্বিতীয় সর্বোচ্চ। তামিম ইকবালের সমান ১০টি সেঞ্চুরির মালিক মুশফিক ৮৫ টেস্টে ১৫৭ ইনিংসে ৫ হাজার ৪৭৬ (চলতি ইনিংসসহ) রান করেছেন।
১৪ হাজার রান পূর্ণ করার পথে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিক। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৪৫ ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি ও ৪৩টি হাফ সেঞ্চুরিসহ ৩৬.৮৮ গড়ে ৭ হাজার ৪৫ রান করেছেন তিনি, যা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। ১০২ টি-টোয়েন্টিতে মুশফিকের রান ১ হাজার ৫০০।