রোনালদোর কান্না উপভোগ করেছেন, এমন খবরকে মিথ্যা দাবি মরক্কান মিডফিল্ডারের
কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। আর প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার কৃর্তিত্ব অর্জন করে মরক্কো।
ম্যাচ হারের পর টানেলে কাঁদতে দেখা যায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা যে রাঙাতে পারেননি তিনি।
অপরদিকে নিজেদের অর্জনের পর সুখের কান্নায় ভাসেন মরক্কান খেলোয়াড়েরা। সেই দলেরই একজন, উইঙ্গার সোফিয়ানে বুফল বলেছেন, নিজেদের কান্নার চেয়ে রোনালদোর কান্না দেখে বেশি আনন্দ পেয়েছেন তিনি। অন্তত কাতারি গণ মাধ্যমের দাবি সেটিই।
বুফল নাকি কাতারের টিভি চ্যানেল 'আলকাস'র সঙ্গে কথোপকথনে জানান, 'আমি রোনালদোর কান্না দেখে বেশি আনন্দ পেয়েছি। আমার কাছে লিওনেল মেসি সর্বকালের সেরা খেলোয়াড় এবং আমি বার্সেলোনার হয়ে খেলতে চাই।'
এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হওয়ার পর নিজের ইনস্টাগ্রামে বুফল এটিকে ভুয়া দাবি করেছেন। এই সম্পর্কিত একটি খবরের ছবি শেয়ার করে পাশে 'ফেইক' অর্থাৎ ভুয়া লিখে পোস্ট করেছেন বুফল।
মজার বিষয় হলো, বুফল এমনটা বলেছেন তা ভাইরাল হতেই বিভিন্ন জায়গায় বার্সেলোনা ও মেসি সমর্থকেরা সেটি নিয়ে মজা নিতেও ছাড়েননি। এখন বুফলের দাবির সত্যতা কতটুকু সেটি শুধুমাত্র তিনিই জানেন।