পেরেজের কাছে এই শতাব্দীতে রিয়ালে আসা সেরা খেলোয়াড় রোনালদো নন!
ক্রিশ্চিয়ানো রোনালদো যেখানেই গেছেন, নিজের ছাপ রেখেছেন। ২০০৯ থেকে ২০১৮, এই নয় বছর সি আর সেভেন খেলেছেন ইউরোপের সবচেয়ে সফল ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত করা ৭৪৬ গোলের মধ্যে ৪৫০টিই রিয়ালের সাদা জার্সি গায়ে করেছেন পর্তুগিজ মহাতারকা।
রিয়ালের হয়ে দলগতভাবে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রোনালদো। লস ব্লাঙ্কোসদের হয়ে খেলার সময়ই ব্যালন ডি'অর জিতেছেন চারবার। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি। এতকিছুর পরও রিয়াল মাদ্রিদের এই শতাব্দীর সেরা দলবদল হিসেবে রোনালদোকে মানতে নারাজ ফ্লোরেন্তিনো পেরেজ!
এমনটাই দাবি করেছেন ভোলকে স্ট্রুথ, তা এই স্ট্রুথ আবার কে? রিয়ালের জার্মান ফুটবলার টনি ক্রুসের এজেন্ট তিনি। স্ট্রুথের দাবি, পেরেজের কাছে এই শতাব্দীতে দলবদল করে রিয়াল মাদ্রিদে আসা সেরা খেলোয়াড় ক্রুস।
'পেরেজ একজন অসাধারণ মানুষ। তিনি আমার কাছে ব্যাখ্যা করেছেন, কেন টনি ক্রুসকে তিনি এই শতাব্দীতে রিয়ালে আসা সেরা খেলোয়াড় মনে করেন।' বলেছেন স্ট্রুথ। ২০১৪ সালে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ক্রুস। এখনও লস ব্লাঙ্কোসদের হয়ে মাঠ মাতাচ্ছেন এই জার্মান মিডফিল্ড মায়েস্ত্রো।
রিয়ালের হয়ে এখন পর্যন্ত ৪৪৯ ম্যাচ খেলে তিনটি স্প্যানিশ লিগ ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ক্রুস। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ের পেছনেও বড় ভূমিকা ছিল ক্রুসের।