৩৩ বছর পর ম্যারাডোনার স্মৃতি ফিরিয়ে চ্যাম্পিয়ন নাপোলি
কিছুটা দেরিতে হলেও শেষ পর্যন্ত অবসান ঘটেছে অপেক্ষার। ১৯৯০ সালে ম্যারাডোনার হাত ধরে শিরোপা জয়ের পর আবারও ইতালিয়ান সিরি আ লিগের ট্রফিটি নিজেদের করে নিল নাপোলি। পাঁচ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে লুসিয়ানো স্প্যালেত্তির দল। ৩৩ ম্যাচে নাপোলির পয়েন্ট ৮০। বাকি ম্যাচ হারলেও নিকটতম প্রতিদ্বন্দ্বীদের নাপোলিকে ধরার সুযোগ নেই।
মঞ্চটা প্রস্তুতই ছিল, দীর্ঘায়িত হচ্ছিল শুধু উৎসবের অপেক্ষাটুকু। গত রোববার সালেরনিতানার সঙ্গে জিতলেই নিশ্চিত হতো শিরোপা। কিন্তু ৮৪ মিনিটে গোল খেয়ে বসলে বাড়ে নাপোলির উদ্যাপনের অপেক্ষা। গতকাল রাতে মাঠে না নেমেই উৎসব করতে পারত নেপলসবাসীরা।
এবার সেই উৎসবে বাঁধ সাধে সাসসুয়োলোর বিপক্ষে লাৎসিওর জয়। আজ রাতেও মনে হচ্ছিল নাপোলির সব উৎসব আয়োজনে বুঝি পানি ঢেলে দিতে যাচ্ছে উদিনেসে। শুরুতে যে পিছিয়ে পড়েছিল নাপোলি। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফিরিয়ে গোটা ইতালিকে যেন জাগিয়ে তুলে নেপলসের ক্লাবটি।
এদিন উদিনেসের মাঠে খেলা হলেও, ভক্ত-সমর্থকদের ঢল নেমেছিল নেপলসের ডিয়েগো আরামান্দো ম্যারাডোনা স্টেডিয়ামেও। নাপোলির এক পয়েন্টের অপেক্ষায় তারা যেন প্রার্থনায় বসেছিলেন। এবার আর নিরাশও হতে হয়নি। ৩৩ বছর পর যে কথা রাখল ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাবটি।
উদিনেসের মাঠে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে নাপোলি। ৫২ মিনিটে পুরো মৌসুমে দারুণ খেলা ওসিমহেনের গোলই নাপোলিকে সমতায় নিয়ে আসে। আর এই গোলই নাপোলিকে তৈরি করে দেয় উৎসবের উপলক্ষ।
এরপর ব্যবধান বাড়ানোর অনেক সুযোগ পেয়েছিল নাপোলি। কিন্তু ম্যাচের বাকি সময়ে সে সব সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। যদিও তাতে শিরোপা উৎসবে কোনো সমস্যা হয়নি। ম্যাচ থেকে পাওয়া একমাত্র পয়েন্টটি নাপোলিকে মাতিয়ে তুলেছে উৎসবে। যে উৎসব চলবে আরও অনেক দিন।
ম্যাচ শেষ হওয়ার আগেই গ্যালারিজুড়ে রব ওঠে, 'আমরাই ইতালির চ্যাম্পিয়ন।' উদিনেসের স্টেডিয়াম ছাড়িয়ে এই ধ্বনি যেন ছড়িয়ে পড়ছিল গোটা ইতালিতে। বহু আগে ম্যারাডোনা নামক এক জাদুকরের ডাকে জেগেছিল নোংরা ও মাফিয়াদের শহর হিসেবে পরিচিত নেপলস, তারা আজ জেগে উঠল আরেকবার।