নাপোলির শিরোপা উৎসবে নেমে এলো শোক, গুলিতে প্রাণ হারালেন সমর্থক
নেপলস এখন উৎসবের নগরী। ৩৩ বছর পর সিরি আ শিরোপা জেতা উদযাপন চলছে দিনরাত ধরে। হাজার হাজার মানুষ নেমে এসেছেন রাস্তায়। সবাই নাপোলির সমর্থক।
এই আনন্দ-উৎসবের মাঝেও কারো কারো জন্য নেমে এসেছে শোক। উদযাপন করতে গিয়েই গুলি লেগে মারা গিয়েছেন নাপোলির ২৬ বছর বয়সী এক সমর্থক।
নেপলসের পিয়াজ্জা ভোল্টার্নো এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। শিরোপা জয় উদযাপন করতে গিয়ে গুলি লেগে যায় সেই সমর্থকের গায়ে। কার্দারেল্লি হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন তিনি।
এছাড়াও আহত হয়েছেন শত শত সমর্থক। চারজন গুলিবিদ্ধ হয়েছেন, বেশ কয়েকজন শিকার হয়েছেন ছুরিকাঘাতের।
সবমিলিয়ে ২০৩ জনকে আশেপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে হয়েছে। ২০ বছর বয়সী এক নারী সমর্থক হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি আছেন, চলন্ত গাড়ির ধাক্কায় অচেতন হয়ে পড়েন সেই সমর্থক।