এক সিরিজ খেলতে দুইবার বাংলাদেশে আসবে আফগানিস্তান
ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আপাতত কিছুদিনের ছুটিতে থাকবেন ক্রিকেটাররা। যে কারণে তামিম ইকবাল, সাকিব আল হাসানসহ পাঁচজন ক্রিকেটার দলের সঙ্গে দেশে ফেরেননি। এই ছুটি শেষে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নেবে বাংলাদেশ। বুধবার সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী এক সিরিজ খেলতে দুইবার বাংলাদেশে আসতে হবে আফগানিস্তানকে। প্রথমবার একমাত্র টেস্ট ম্যাচটি খেলে ফিরে যাবেন রশিদ খান, মোহাম্মদ নবীরা। ঈদুল আজহার কারণে বেশ কয়েকদিনের বিরতি থাকবে। বিরতির পর বাংলাদেশে এসে সিরিজের বাকি ম্যাচগুলো খেলবে আফগানরা। এই সিরিজে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান।
আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে এসে পৌঁছাবে আফগানিস্তান। পরের দিন বিশ্রাম, তবে ঐচ্ছিক অনুশীলনের সুযোগ থাকবে। এরপর দুই দিনের দলীয় অনুশীলন সারবে সফরকারীরা। একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ১৪ জুন।
টেস্ট ম্যাচ শেষে হোম ভেন্যু ভারতের দেরাদুনে ফিরে যাবে আফগানিস্তান। ১১ দিনের বিরতির পর আগামী ১ জুলাই আবারও বাংলাদেশে আসবে তারা। পরের দিন বিশ্রামে থেকে দুই দিন অনুশীলন করবে দলটি। ৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে।
পরের দুই ওয়ানডে একই ভেন্যুতে ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষ করে ১২ জুলাই সিলেট যাবে সফরকারীরা। '১৪ জুলাই প্রথম টি-টোয়েন্টি ও দ্বিতীয়টি ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। ১৭ জুলাই বাংলাদেশ ছাড়বে আফগানরা।