প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস লিখলেন হ্যারি কেইন
ইংল্যান্ডের সর্বকালে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আগেই। সবকিছু স্বাভাবিক নিয়মে চললে প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও যে হ্যারি কেইনই হবেন, তা এখনই বলে দেওয়া যায়।
সেই পথেই আরেক ধাপ এগিয়ে গেলেন ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক। ব্রেন্টফোর্ডের বিপক্ষে স্পার্স নিজেদের মাঠে ৩-১ গোলের ব্যবধানে হারলেও দলের হয়ে একমাত্র গোলটি করেছেন কেইন। আর এই গোলই তাকে নিয়ে গিয়েছে নতুন এক উচ্চতায়।
প্রিমিয়ার লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড এখন কেইনের দখলে। এই মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৭টি ম্যাচে খেলে ২৫টিতেই গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক। ব্রেন্টফোর্ডের বিপক্ষে গোলটি চলতি মৌসুমে কেইনের ২৮তম গোল। তার চেয়ে বেশি গোল করেছেন কেবল আর্লিং হলান্ড।
প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোল করার রেকর্ড অ্যালান শিয়ারারের। ২৬০টি গোল নিয়ে সবার ওপরে সাবেক নিউক্যাসল এবং ব্ল্যাকবার্ন স্ট্রাইকার। দ্বিতীয় স্থানে থাকা কেইনের গোল ২১১টি। কেইনের বয়স ৩০ ছুঁই ছুঁই। যা একজন স্ট্রাইকারের জন্য খুব বেশি নয়।
এই মৌসুমে আরেকটি ম্যাচ পাবেন কেইন। নিশ্চিতভাবেই শিয়ারারের সঙ্গে ব্যবধান আরো কমাতে চাইবেন তিনি। কেইন যদি প্রিমিয়ার লিগেই থাকেন পরবর্তী দুই-তিন মৌসুম, তাহলে এই রেকর্ড নিজের করে নেওয়া তার জন্য কঠিন হওয়ার কথা নয়।