'বিশ্বের সেরা পাঁচ লিগের একটি হবে সৌদি লিগ'
নিজেদের মাঠে আল-শাবাবের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলের ব্যবধানে জিতেছে আল-নাসের। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখা গোল করে বেশ ফুরফুরে মেজাজে আছেন সিআর সেভেন। ম্যাচ শেষে বলেছেন, সৌদি আরবের লিগ খুব দ্রুতই বিশ্বের সেরা পাঁচ লিগের তালিকায় জায়গা করে নেবে।
সৌদি লিগে ১৪ গোল করেছেন রোনালদো, যার সর্বশেষটি আল-শাবাবের বিপক্ষে দলকে তিন পয়েন্ট এনে দিয়েছে। এরপরই রোনালদো মন্তব্য করেছেন, সৌদির লিগকে বিশ্বের সেরা পাঁচ লিগের মধ্যে নিয়ে আসা সম্ভব, 'আমরা এখন অনেক ভালো খেলছি, সৌদি লিগ আরও ভালো হচ্ছে। আগামী বছর এটা আরও ভালো হবে।'
ধীরে ধীরে সৌদি আরবের লিগের মান আরো ভালো হবে বলেই মনে করেন রোনালদো, 'আমি মনে করি, সৌদি আরবের লিগ ধীর ধীরে বিশ্বের সেরা পাঁচটি লিগের একটি হয়ে উঠবে। তবে এ জন্য সময় লাগবে, ভালো খেলোয়াড় লাগবে, পর্যাপ্ত অবকাঠামো লাগবে।'
সৌদি আরবের জনগণেরও প্রশংসা করেছেন পর্তুগিজ মহাতারকা, 'আমি বিশ্বাস করি, দেশ হিসেবে সৌদি আরবের সম্ভাবনা অনেক । সৌদি আরবের জনগণ দুর্দান্ত। তাই আমি মনে করি, এই লিগও একসময় সেরা লিগের একটি হয়ে উঠবে।'