দর্শকদের 'মেসি, মেসি' স্লোগান, হারা ম্যাচে তিনবার মেজাজ খোয়ালেন রোনালদো
যদিও প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ ছিল না এটি, তবে ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল মাঠে কখনোই হারতে চান না। হোক না সেটি কোনো প্রীতি ম্যাচ! তাই রিয়াদ সিজন কাপের ফাইনালে আল-হিলালের কাছে ২-০ গোলে হেরে শিরোপা না জিততে পারার হতাশা মাঠে বেশ কয়েকবার প্রকাশ করেছেন সিআর সেভেন।
এই রিয়াদ সিজন কাপে খেলেছে মেসির ইন্টার মায়ামিও। চোটের কারণে রোনালদো আরেকবার মুখোমুখি হতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তির। কিন্তু রোনালদোকে ছাড়াই ফাইনালে উঠেছিল আল-নাসের। সেখানে এক মাস পর মাঠে ফিরে কয়েকবার মেজাজ হারিয়েছেন সিআর সেভেন।
রিয়াদের কিংডম অ্যারেনাতে ম্যাচ শুরুর আগে বিখ্যাত রেসলার 'দি আন্ডারটেকার'কে হাজির করেছিল টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এরপর মাঠের খেলায় লড়াইয়ে নামে নেইমারের আল-হিলাল ও রোনালদোর আল-নাসের। যদিও নেইমার চোটের কারণে এখনও মাঠের বাইরে থাকায় এই ম্যাচ খেলতে পারেননি।
ম্যাচের ১৭ ও ৩০ মিনিটে সাভিচ এবং দাসওয়ারির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল-হিলাল। এরপর আর ম্যাচে গোল হয়নি। পুরো ম্যাচে রোনালদো ছিলেন নিষ্প্রভ, আর এতেই তিনি মেজাজ হারিয়েছেন বারবার। গ্যালারি থেকে আল-হিলাল সমর্থকরা 'মেসি, মেসি' বলে স্লোগান তুলে যাচ্ছিলেন। রোনালদো দর্শকদের প্রতি হাত উঁচিয়ে পাল্টা জবাবে বলেছেন, 'আমি ক্রিশ্চিয়ানো, মেসি নই।'
এরপর ম্যাচ শেষেও মেজাজ হারিয়েছেন রোনালদো। মাঠে আল-হিলালের খেলোয়াড়েরা আল-নাসেরের খেলোয়াড়দের গার্ড অব অনার দেওয়ার সময় রোনালদোর সামনে পড়েছিলেন এক মাঠকর্মী। হাত উঁচিয়ে তাকে সরে যেতে বলেন সিআর সেভেন, এ সময় তার মুখভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল তিনি বেশ বিরক্ত।
তবে ড্রেসিংরুমে যাওয়ার পথে তার ঘটানো কাণ্ডটি নিয়ে বেশি বিতর্ক শুরু হয়েছে। ড্রেসিংরুমে ঢোকার আগে রোনালদোর দিকে তোয়ালে ছুঁড়ে মারেন আল-হিলালের এক সমর্থক। পর্তুগিজ তারকা জার্সিটি তুলে নিয়ে নিজের ঊরুসন্ধিতে ঘষতে ঘষতে ভেতরে ঢুকে যান। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে।