টানা চারবার লিগ জিতে বসুন্ধরা কিংসের ইতিহাস
স্বাধীনতার পর বাংলাদেশের কোনো ক্লাবই টানা চারবার লিগ শিরোপা জেতেনি। ১৯৮৩-৮৫ সাল পর্যন্ত টানা তিনবার জিতেছিল আবাহনী। ১৯৮৬ থেকে '৮৮-৮৯ পর্যন্ত টানা তিন লিগ ঘরে তোলে মোহামেডান।
২০০৭ সালে পেশাদার লিগ চালুর পর প্রথম তিনবার চ্যাম্পিয়ন হয় আবাহনী। তবে কোনো দলই পারেনি টানা চারটি লিগ জিততে। আজ বসুন্ধরা কিংস সেই কীর্তি প্রথমবার গড়ল, সেটিও তিন ম্যাচ হাতে রেখেই।
বসুন্ধরার চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে গোল হয়েছে ১০টি! শেখ রাসেল ক্রীড়াচক্রকে ৬-৪ গোলে হারিয়ে টানা চতুর্থবার প্রিমিয়ার ফুটবল লিগ জিতে নিয়েছে কিংস। ৪ গোল করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ।
উৎসবের প্রস্তুতি ছিল আগে থেকেই। গ্যালারির অর্ধেকের বেশি ভরে গিয়েছিল লাল টি–শার্ট পরা সমর্থকদের ভীড়ে। বসুন্ধরা কিংসের পতাকা আর ঢোলবাদ্য নিয়ে পুরো ম্যাচের সময়টা উপভোগ করেছেন তারা । শেষ পর্যন্ত ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হলো কিংস অ্যারেনা।
ম্যাচ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে জ্বলে ওঠে নতুন লাগানো ফ্লাডলাইট। আতে দারুণ দেখাচ্ছিল কিংস অ্যারেনাকে। আর তার নিচেই শিরোপা উৎসব করে বসুন্ধরা কিংস।