বৃষ্টির দাপটে রিজার্ভ ডেতে গড়ালো আইপিএল ফাইনাল
বৃষ্টির শঙ্কা ছিল আগে থেকেই, শঙ্কা বাস্তবে রূপ নেয় ম্যাচ শুরুর বেশ আগে। সন্ধ্যার আগেই কালো মেঘে ঢেকে যায় আকাশ, আহমেদাবাদে শুরু হয় বৃষ্টি। অপেক্ষায় অপেক্ষায় পেরিয়ে যায় টস, ম্যাচ শুরুর নির্ধারিত সময়। দীর্ঘ সময় পর বৃষ্টি থামলে জাগে সম্ভাবনা, কাজও শুরু হয় মাঠ প্রস্তুতের। কিন্তু এর মাঝে আবারও বৃষ্টির হানা। শেষ পর্যন্ত টসই হলো না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালের। একদিন পিছিয়ে শিরোপার লড়াই গেল ২৯ মে রিজার্ভ ডেতে।
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের। কিন্তু বৃষ্টির দাপটে সেটা সম্ভব হলো না। ম্যাচটি সোমবার একই ভেন্যু, একই সময়ে শুরু হবে।
সন্ধ্যায় শুরু হওয়া বৃষ্টি চলে অনেকক্ষণ। শুধু বৃষ্টিই নয় সঙ্গে ছিল বজ্রপাত ও প্রচন্ড বাতাস। মাঠ কভার দিয়ে ঢেকে রাখলেও বাতাসে তা সরে যায়, মাঠের কিছু অংশে জমে যায় পানি। বৃষ্টি থামার পর মাঠ শুকানোর কাজ শুরু হয়, আর বৃষ্টি না হলে ওভার কমিয়ে অনুষ্ঠিত হতো ফাইনাল। কিন্তু এর মাঝে আবারও বৃষ্টি শুরু হলে বাংলাদেশ সময় ১১টার দিকে আজকের মতো খেলা স্থগিতের ঘোষণা করেন আম্পায়াররা।
অন্তত ৫ ওভারের ম্যাচ হতে বাংলাদেশ সময় রাত ১২টা ৩৬ মিনিটের মধ্যে খেলার শুরু করতে হতো। কিন্তু ১১টার মধ্যেই নিশ্চিত হয়ে যায়, বৃষ্টি থামলেও এই সময়ের মধ্যে খেলা শুরু করা সম্ভব নয়। যেহেতু আইপিএলের বাইলজ অনুযায়ী কোনো ম্যাচের ফল হতে দুই দলকেই কমপক্ষে ৫ ওভার ব্যাটিং করতে হবে, তাই আজকের মতো খেলা স্থগিত করা হয়।
টস করে কাল খেলা শুরু হবে। রিজার্ভ ডেতেও খেলা না হলে আইপিএলের ফাইনাল পরিত্যক্ত হবে। ম্যাচ না হলেও অবশ্য শিরোপার মীমাংসা করা হবে। এক্ষেত্রে লিগ পর্বের পারফরম্যান্স বিবেচনা করা হবে। লিগ পর্বের ৭০ ম্যাচ শেষে যে দল শীর্ষে ছিল, ফাইনালে ওঠা সেই দলটিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ২০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষে শীর্ষে ছিল গুজরাট, ১৭ পয়েন্ট নিয়ে চেন্নাই ছিল দুই নম্বরে।