ভারত ও বাংলাদেশে আসার ঘোষণা দিয়ে রোমাঞ্চের কথা জানালেন মার্তিনেস
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস বাংলাদেশে আসছেন, এই খবর পুরোনো। নতুন খবর হলো, বাংলাদেশে আসার বিষয়টি আজ মার্তিনেস নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন। আগামী ৩ থেকে ৫ জুলাই তিনি কলকাতায় থাকবেন, এর মধ্যেই তিনি ঢাকায়ও আসবেন।
ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে মার্তিনেজ লিখেছেন, 'সবাইকে শুভেচ্ছা। আমি আগামী ৩ থেকে ৫ জুলাই ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব। সেখানে আমি বিভিন্ন চ্যারিটি কার্যক্রমে অংশ নেব। সেইসঙ্গে মোহনবাগান ক্লাবের একটি চ্যারিটি ম্যাচে প্রধান অতিথি হিসেবে যোগ দেব। আমার ভক্তদের সঙ্গে বিভিন্ন কার্যক্রম, পৃষ্ঠপোষকদের হয়ে শুভেচ্ছা বিনিময় ছাড়াও ফুটবল সংক্রান্ত প্রচারণায় অংশ নেব। আমি জানি, কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত ও সমর্থক আছেন। আমি তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। এই উদ্যোগ নেওয়ার জন্য শতদ্রুকে ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি।'
এদিকে মার্তিনেসকে কলকাতায় আনতে মুখ্য ভূমিকা যার, সেই শতদ্রু দত্তও আর্জেন্টাইন গোলরক্ষকের আসার খবর নিশ্চিত করেছেন। নিজের ফেসবুক ওয়ালে শতদ্রু লেখেন, 'দুই বাংলা, বাজপাখি আসছে। তোমরা তৈরি তো?'
এই বিষয়ে শতদ্রু দত্তের সঙ্গে কথা হয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের। শতদ্রু জানান, বাংলাদেশে মার্তিনেসের আসার বিষয়টি নিয়ে তিনি স্পন্সরদের সঙ্গে কাজ করছেন, বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে তার কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়েও বলে জানান, 'বাংলাদেশ থেকে একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। ডিল ৮৫% কনফার্ম। বাকিটাও দুয়েকদিনের মধ্যেই হয়ে যাবে।'
মার্তিনেস বাংলাদেশে আসলে পুলিশ এবং প্রশাসনের অনুমতি ও নিরাপত্তার ব্যাপারে কথা বলতে তিনি নিজেই বাংলাদেশে আসবেন বলে জানান শতদ্রু, 'আমি বাংলাদেশে যাবো কদিনের মধ্যেই। পুলিশের অনুমতি নেওয়ার ব্যাপার আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানাতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সময় রেখেছি। বিকাল আর সন্ধ্যায় দুটো ইভেন্ট করার চেষ্টা করব।'