মেসির দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পিএসজি কোচ
লিওনেল মেসি সামনের মৌসুমে কোথায় খেলবেন তা নিয়ে আলোচনার অন্ত নেই। তবে তিনি পিএসজিতে থাকছেন না, তা নিশ্চিত। ফরাসি ক্লাবটির কোচ ক্রিস্তোফ গালতিয়েরই জানিয়েছেন সে কথা।
পিএসজির সঙ্গে বিভিন্ন কারণে সম্পর্কে ফাটল ধরেছে মেসির। যার জেতে ক্লাব ছাড়া অনিবার্যই ছিলো তার জন্য। এবার আনুষ্ঠানিক ঘোষণাও চলে এলো।
শনিবার পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে মেসি শেষবারের মতো মাঠে নামবেন নীল-লাল জার্সি পড়ে। এমবাপ্পের সঙ্গে আর মাত্র একবারই জুটি বাঁধবেন তিনি। ক্লেরমন্তের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হবে মেসির দুই বছরের পিএসজি অধ্যায়।
এ বিষয়টি নিশ্চিত করে পিএসজি কোচ গালতিয়ের বলেন, 'শনিবারই লিওর শেষ ম্যাচ। এরপর আর পিএসজিতে থাকছে না সে। বিশ্বের সেরা খেলোয়াড়কে কোচিং করাতে পেরে আমি গর্বিত।'
সমর্থকদের সঙ্গে মেসির সম্পর্কে ফাটল ধরলেও বিদায়ী ম্যাচে তাকে অভ্যর্থনা জানানো হবে বলেই বিশ্বাস গালতিয়েরের, 'আশা করি সমর্থকরা লিওকে অভিনন্দন জানাবে। তার ভবিষ্যতের জন্য শুভকামনা।'