মাঠে ফেরার মিশনে সাকিব
আঙুলের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। এ কারণে টেস্টের প্রস্তুতির জন্য শুরু হওয়া ক্যাম্পে নেই অভিজ্ঞ এই ক্রিকেটার। কিন্তু ক্যাম্প চলাকালীন হঠাৎ মাঠে হাজির সাকিব। প্রথম দিন কিছু করেননি, নির্বাচক-কোচদের সঙ্গে আলাপ সেরে মাঠ ছাড়েন। একদিন বিরতি দিয়ে আজ আবার মাঠে আসেন সাকিব। আঙুলের অবস্থা ভালো হওয়ায় মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশ প্রাণ ভোমরা।
বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা ছিল, হচ্ছিল গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এতে অবশ্য ক্যাম্পের বাকি ক্রিকেটারদের মতো সাকিবের মাঠে যাওয়াও আটকায়নি। শাদা টি-শার্ট ও শর্টস পরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলে আসেন তারকা এই অলরাউন্ডার। ফিটনেস ফেরাতে মাঠে দৌড়েছেন, এর আগে জিমে ঘাম ঝরান তিনি। অবশ্য এখনও ডান হাতের তর্জনীর ব্যান্ডেজ খোলেননি সাকিব।
গত মাসে ইংল্যান্ডের জেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নিতে গেয়ে আঙুলে চোট পানি সাকিব। সিরিজের শেষ ম্যাচটি খেলা হয়নি তার, এই চোটে ছিটকে যান ছয় সপ্তাহের জন্য। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষেও টেস্ট খেলা হচ্ছে না। তবে সাকিবকে ওয়ানডে সিরিজ থেকে পাওয়ার আশা করা হচ্ছে। এ কারণেই মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছেন তিনি।
চোটের কারণে ফুরসত মেলায় যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যান সাকিব। লম্বা ছুটি কাটিয়ে সোমবার দেশে ফেরেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। পরদিনই আসেন মাঠে। এদিন নির্বাচক হাবিবুল বাশার ও প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলে ফিরে যান তিনি। বুধবার মাঠে আসেননি তিনি, বৃহস্পতিবার মাঠে এসে প্রথম জিম করে পরে ফিজিওর সঙ্গে ২০-২৫ মিনিট দৌড়ান সাকিব।
অবস্থা বুঝতে সাকিবের আঙুলে আবারও এক্স-রে করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, 'আরেকবার সাকিবের আঙুলে এক্স-রে করা হয়েছে। রিপোর্ট খুবই সন্তোষজনক, তেমন বড় সমস্যা পাওয়া যায়নি। সে দ্রুতই মাঠে ফিরতে পারবে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব খেলতে পারবে বলে আমরা আশাবাদী।'
একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান। টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪ জুন শুরু হবে। টেস্ট শেষে হোম ভেন্যু ভারতের দেরাদুনে ফিরে যাবে আফগানরা। ঈদের বিরতির পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১ জুলাই আবার বাংলাদেশ আসবে তারা।
মাঝে বেশ কয়েকদিন বিরতি থাকায় সাকিবকে ওয়ানডে সিরিজ থেকে পাওয়ার আশায় বাংলাদেশ। তবে লম্বা সময় অনুশীলনে না থাকায় তাকে আগে ফিটনেস ট্রেনিং করতে হবে বলে জানান দেবাশিষ চৌধুরী। দ্রুতই সাকিবের পুনর্বাসন শুরু হবে জানিয়ে তিনি বলেন, 'সাকিব দেশের বাইরে ছিল, এ কারণে অনেকদিন তার ফিটনেস অনুশীলন করা হয়নি। আগে ফিটনেস ঠিক করতে হবে। এ ছাড়া দুই-একদিনের মধ্যে ফিজিওর তত্ত্বাবধানে তার আঙুলের চোটের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।'