পানির বিজ্ঞাপনের কথা বলে মেসিকে নিয়ে করা প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে সৌদি আরবে যাওয়ার সম্ভাবনার কথা জোরশোরে শোনা যাচ্ছিল, তবে লিওনেল মেসি নিজেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর কথা নিশ্চিত করেছেন।
সৌদি আরবের আল-হিলাল মেসিকে বছরে ১৪ হাজার কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিলো। সেই টাকা উপেক্ষা করে মেসি নিজের পরিবারের সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছেন।
স্বাভাবিকভাবেই মেসির সৌদি আরবে যাওয়ার গুঞ্জন নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে প্রশ্ন রাখেন সাংবাদিকরা। এর আগে সিঙ্গাপুরে মেসি-বেনজেমাদেরকে সৌদি আরবে আগাম স্বাগত জানিয়েছেন সিআর সেভেন। বেনজেমা সৌদির ক্লাব আল-ইত্তিহাদে যোগ দিলেও মেসি মধ্যপ্রাচ্যে যাননি।
নিজের এক সময়ের চির প্রতিদ্বন্দ্বীর যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো নিয়ে এক অনুষ্ঠানে রোনালদোকে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তর রোনালদো খুব কৌশলের সঙ্গে এড়িয়ে যান, 'আমি ফুটবল নিয়ে কথা বলতে চাই না। শুধু পানি নিয়ে কথা বলতে চাই। সৌদি আরবে সবাইকে স্বাগত। এই লিগ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।'
ফুটবলের বাইরে রোনালদো নানা রকম পণ্যের প্রচারণায় কাজ করে থাকেন। এবার এক পানির বিজ্ঞাপনী অনুষ্ঠানে উপস্থিত হোন তিনি। সেখানেই মেসির প্রসঙ্গে আনেন সাংবাদিকরা।
আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়কের সৌদি আরবের ক্লাব আল-হিলালে যাওয়ার প্রসঙ্গ বেশ হইচই ফেলে দিয়েছিল। সৌদিতে সঙ্গে সেই পুরোনো দ্বৈরথ দেখার সম্ভাবনা রয়েছে কি না, সে প্রসঙ্গ এসেছিল রোনালদোর কাছে। আর তার উত্তরেই রোনালদো পণ্যের বিজ্ঞাপনের কথা বলে সাংবাদিকদের থামিয়ে দেন।