সাফের জন্য চূড়ান্ত দল ঘোষণা, নেই এলিটা
দুই বছর আগের সাফে প্রাথমিক দল থেকে ফিফা আর এএফসির নিয়মের ফাঁদে পড়ে বাদ পড়েছিলেন এলিটা কিংসলে। দুই বছর ধরে ফিফার সঙ্গে যুদ্ধ করার পর অবশেষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড। ঘরোয়া ফুটবলে করেছেন বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ৯ গোল।
কিন্তু আবারও তাকে জাতীয় দলের বাইরে রেখে দল ঘোষণা করে চমক দেখিয়েছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।
কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ ও সাফের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে আজ। ৩০ থেকে ২৩ জনের নেমে আসা দল চমকে ভরা।
চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন টুটুল হোসেন বাদশা, রিমন হোসেন। অভিজ্ঞ মিডফিল্ডার মাসুক মিয়া জনি, শাহরিয়ার ইমন, গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ, সাজ্জাদ হোসেন। তবে সবচেয়ে বড় চমকটা অবশ্যই এলিটার দলে না থাকা
যিনি কি না এবারের মৌসুমে সব রকম টুর্নামেন্ট মিলিয়ে করেছেন ৯ গোল। এলিটার দলে না থাকার চমকের সঙ্গে কোচ কাবরেরা দলে রেখেছেন সুমন রেজাকে। বসুন্ধরা কিংসের হয়ে কেবল স্বাধীনতা কাপে এক গোল করা ছাড়া লিগ ও ফেডারেশন কাপে কোনো গোলই পাননি সুমন। চমক হয়ে এসেছে ফর্টিস এফসির উইঙ্গার রফিকুল ইসলামের নামও। এবারের লিগে ১৩ ম্যাচে একটিও গোল নেই প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া রফিকের, করিয়েছেন মাত্র ১ গোল।
তবে কাবরেরার দলে চমকের শেষ এখানেই হয়নি। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বসুন্ধরার হয়ে আলো ছড়ানো মিডফিল্ডার শেখ মোরসালিন। এবারের লিগে এখন পর্যন্ত ৭ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। সাত ম্যাচে করেছেন এক গোল, করিয়েছেন ৩ টি। এই সাত ম্যাচের পারফরম্যান্স দিয়েই কোচের নজরে পড়েছেন তিনি।
একটি প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল কম্বোডিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ। ১৫ই জুন ম্যাচটি খেলে পরদিন সাফের ভেন্যু ব্যাঙ্গালুরুতে যাবেন জামালরা। আট দল নিয়ে আগামী ২১ জুন শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪ তম আসর।
২৩ সদস্যের বাংলাদেশ দল:
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা ও শহিদুল আলম।
রক্ষণ: কাজী তারিক রায়হান, ইসা ফয়সাল, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, মেহেদি হাসান মিঠু, রহমত মিয়া, ও আলমগীর মোল্লা।
মাঝমাঠ: সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন ও মোহাম্মদ হৃদয়।
আক্রমণ: রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব।