সবুজ উইকেটে চার পেসার খেলানোর ভাবনায় বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় টেস্ট খেলার ব্যবধান চার বছর। মাঝের এই সময়ে আফগানদের দলে অনেক পরিবর্তন এসেছে, বদলেছে বাংলাদেশও। ২০১৯ সালের সেই টেস্টে বিশেষজ্ঞ কোনো পেসার ছাড়াই খেলতে নেমেছিল বাংলাদেশ, একাদশে ছিলো চার স্পিনার। বিব্রতকর সেই হারের ম্যাচে পেসার হিসেবে মাত্র ৪ ওভার বোলিং করেন সৌম্য সরকার। চার বছর পর সেই দলের বিপক্ষেই বাংলাদেশ এখন চার পেসার খেলানোর ভাবনায়!
চার বছর, দীর্ঘ সময়ই। এই সময়ে বাস্তবতা বদলেছে, বাংলাদেশ দলের পরিবর্তনটা চোখে পড়ার মতো। ১৪ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের আগে চার পেসার খেলানো নিয়ে আলোচনা। পেসার খেলানোর প্রশ্নে বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে জানালেন, তিন-চার পেসার নিয়ে খেলতেও প্রস্তুত তার দল।
আফগানদের বিপক্ষে টেস্টের জন্য ঘোষণা করা স্কোয়াডে পাঁচজন পেসার রেখেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলামের সঙ্গে চমক হিসেবে জায়গা দেওয়া হয়েছে তরুণ পেসার মুশফিক হাসানকে। এ কারণেই কিনা মিরপুরের চেনা চেহারা পাল্টে তৈরি করা হয়েছে সুবজ উইকেট! আর উইকেটের কথা মাথায় রেখে সাজানো হচ্ছে পেস নির্ভর বোলিং আক্রমণের পরিকল্পনা।
গত কয়েক দিন ধরে মিরপুরের উইকেটে তাজা সবুজ ঘাসের ঘন স্তর দেখা গেছে। ম্যাচের আগের দিন অনেকটা ছাঁটা হলেও যথেষ্ট ঘাস রয়ে গেছে। ম্যাচের দিন সকালে আরও কিছু ঘাস ছাঁটা হবে, এরপরও হয়তো সবুজাভ চেহারাই রয়ে যাবে। এ কারণেই পেসারদের প্রাধান্য দেওয়ার ইঙ্গিত হাথুরুসিংহের।
ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে লঙ্কান এই কোচ বলেন, 'আমাদের এখন ৭-৮ জন বোলার আছে, যাদের আমরা যেকোনো সময় দলে নিতে পারি। ফাস্ট বোলিং ইউনিট নিয়ে যারা অতীতে কাজ করেছে, এমনকি এইচপি, বাংলা টাইগার্সেও, তারা দারুণ কাজ করেছে। তারা (ফাস্ট বোলাররা) খুব দ্রুতই শিখেছে। জানি না…কালকে যদি আমরা ৩ বা ৪ পেসার নিয়েও খেলি, আমি আত্মবিশ্বাসী যে, তারা প্রস্তুত।'
পেস বোলিংয়ের গভীরতা বাড়ায় নিচু ও ধীর গতির উইকেটে খেলার অভ্যাস থেকে বেরিয়ে আসার পরিকল্পনায় বাংলাদেশ। পেসারদের অনুপ্রাণিত করতে তাদেরকে পেস সহায়ক কন্ডিশন করে দেওয়ার পক্ষে হাথুরুসিংহে, 'গত কিছু দিনের বৃষ্টির কারণে উইকেটের ঘাস সবুজ। আমি এর আগেও এখানে সবুজ উইকেট দেখেছি। আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেটে খেলেছি। আমাদের দলে ফাস্ট বোলার আছে। তাদের শক্তিমত্তা অনুযায়ী কন্ডিশন তাদেরকে দিতে হবে। আমাদের দলে ভালো স্পিনারও আছে।'
উইকেট পাল্টে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়ে রাখলেন হাথুরুসিংহে। বেশি গরম থাকলে উইকেট পেস সহায়ক নাও থাকতে পারে। তখন স্পিনার ও ব্যাটসম্যানরাও সুবিধা পাবেন জানিয়ে তিনি বলেন, 'মূলত সবুজ উইকেটে ম্যাচটি শুরু হবে। তবে এখন যেমন গরম, তাতে খুব দ্রুতই উইকেট বদলে যাবে। ম্যাচের শেষ দিকে স্পিনাররাও সাহায্য পাবে। এটা খুব ভালো স্পোর্টিং উইকেট বলে আমার মনে হয়। যা ব্যাটসম্যান, ফাস্ট বোলার, স্পিনার- সবার জন্যই ভালো হবে। আমি দারুণ এক লড়াইয়ের অপেক্ষায়।'