ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন না মেসি
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এখন চীনে অবস্থান করছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা এরপর ইন্দোনেশিয়া সফর করবে। তবে দলের সঙ্গে সেখানে যাচ্ছেন না লিওনেল মেসি।
সদ্যই পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। এরপরই জাতীয় দলের হয়ে খেলতে চলে গিয়েছেন চীনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললেও জাকার্তায় ইন্দোনেশিয়ার সঙ্গে ম্যাচে মেসিকে পাচ্ছেন না লিওনেল স্কালোনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, ছুটি কাটানোর উদ্দেশে মূলত আগাম দল ছাড়বেন মেসি। গত কিছুদিন দলবদল নিয়ে মেসির ওপর বেশ ধকল গেছে। পিএসজিতে বাজে সময় পার করার পর কোথায় যাবেন তা নিয়েও চলেছে নানা নাটক।
শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকেই নিজের ভবিষ্যৎ গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন মেসি। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেওয়ার আগে ছুটি কাটিয়ে নিজেকে চাঙা করে তুলতেই মূলত জাতীয় দল ছাড়ছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
ইউরোপীয় ও যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো বলছে, আগামী ২১ জুলাই ইন্টার মায়ামির হয়ে অভিষেক হতে পারে মেসির। যেখানে লিগ কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে খেলবে মেসির দল ইন্টার মায়ামি। এর মধ্যেই মেসির অভিষেক ম্যাচের সব টিকিট শেষ হয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে।