‘তখনও মনে হতো রান করবো, রান করার জন্যই মাঠে নামতাম’
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হাসান শান্ত। শেষ পর্যন্ত ১৪৬ রান করে আউট হয়েছেন তিনি।
গত কিছুদিন ধরেই সব ধরনের ফরম্যাটে হাসছে শান্তর ব্যাট। বাজে ফর্মের জন্য সমালোচনার শিকার কম হতে হয়নি। সেই সময় শান্ত এখন পেছনেই ফেলে এসেছেন বলে মনে হচ্ছে।
কী এমন পরিবর্তন হয়েছে যে শান্তর ফর্ম বদলে গেলো এভাবে? বাঁহাতি এই ব্যাটসম্যান নিজের মানসিকতার পরিবর্তন হয়েছে বলে মনে করেন না যদিও, 'ডিফারেন্স কোনো কিছুই নেই। আমি সবসবময় বিশ্বাস করতাম আমার অনুশীলনের প্যাটার্ন ঠিক আছে কিনা বা কতটুকু হার্ডওয়ার্ক করতেছি ও আমার কোন জিনিসটা করা দরকার। বিশ্বাস ছিল ঠিকভাবেই এগোচ্ছি। অনুশীলেন অ্যাফোর্টটাও ঠিকমতোই দিচ্ছি বাট রেজাল্ট আসছিল না।'
সমালোচনায় খারাপ লাগলেও সেটি মেনে নিয়েই নিজেকে আরো ভালো করার চেষ্টা চালিয়ে গেছেন তিনি, 'যখন রান করবো না তখন তো খারাপ লাগবেই বাট আউটকাম বা আশেপাশের কথাবার্তা নিয়েও চিন্তা করিনি তখন, এটা খুবই সত্যি কথা। হ্যাঁ, অনেক সময় খারাপ লেগেছে কিন্তু ওটা নিয়ে খুব বেশি চিন্তা করিনি।'
ফর্ম খারাপ গেলেও সব সময়ই রান করার মানসিকতা নিয়েই খেলে গেছেন বলে জানান শান্ত, 'আমার তখনও মনে হতো রান করবো এবং রান করার জন্যই মাঠে নামতাম। আমার প্রস্তুতির উপরও সেই বিশ্বাস ছিল। কোনো কারণে তখন হয়নি এখন হচ্ছে এটা যত সময় ধরে রাখতে পারি!'