২০ রানেই শেষ বাংলাদেশের বাকি ৫ উইকেট
প্রথম দিনের বড় সংগ্রহকে খুব বেশিদূর নিয়ে যেতে পারলো না বাংলাদেশ। মাত্র ২০ রান যোগ করতেই বাকি ৫ উইকেট খুইয়েছে লিটনের দল। অর্ধশতকের দ্বারপ্রান্তে থাকা দুই ব্যাটসম্যান মুশফিক কিংবা মিরাজের কেউই দেখা পাননি ৫০'র।
প্রথম দিন শেষে আফগানিস্তান কোচ জোনাথন ট্রট বলেছিলেন, আর ১০ রানের মধ্যে বাংলাদেশের বাকি ৫ উইকেট তুলে নিতে চান। তখন অনেকেই হেসেছেন ট্রটের কথায়। ঠিক ১০ রানে না পারলেও ২০ রানের মধ্যে ৫ উইকেট তুলে নিয়েছেন ট্রটের শিষ্যরা।
আর তাতে রান পাহাড়ে চড়ার স্বপ্ন দেখা বাংলাদেশের ইনিংস থেমেছে ৩৮২ রানে। আগের দিনের ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিক এবং মিরাজ। ৪৮ রান করে মিরাজ আহমাদজাইয়ের বলে আমির হামজার হাতে ক্যাচ দিলে শুরু হয় বাংলাদশের পতন।
পরের ওভারেই নিজাকাতের বলে নাসিরের হাতে ক্যাচ তুলে বিদায় নেন মুশফিক, তিনি করেন ৪৭ রান। বাকি ৩ উইকেট নিতে আফগানিস্তানের খরচ হয় কেবল ৭ রান। নিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ৫ উইকেট পেয়েছেন আফগান পেসার নিজাত মাসুদ।
বাংলাদেশকে লাঞ্চ বিরতির আগেই অলআউট করার কথা বলেছিলেন ট্রট, সঙ্গে নিজেরাও ব্যাটিং করে ৫০০ রান করতে পারার আশাবাদ ব্যক্ত করেছেন। প্রথমটি তার শিষ্যরা করে দেখিয়েছেন। এবার দ্বিতীয়টি পারেন কিনা, নাকি বাংলাদেশের বোলারদের তোপে পড়েন, সেটিই এখন দেখার বিষয়।