'প্রতিশোধ নিয়ে আমরা ভাবছি না'
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে জয়ের জন্য আর মাত্র ৮ উইকেট দরকার বাংলাদেশের। হাতে এখনো আছে দুইদিন। আফগানিস্তানকে অঘটন ঘটাতে হলে করতে হবে আরো ৬১৭ রান। যা ঝুঁকি না নিয়েই অসম্ভব বলে দেওয়া যায়।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দুই সেঞ্চুরিয়ানের একজন মুমিনুল হক সংবাদ সম্মেলনে নিজের ইনিংস এবং দলের এই শক্ত অবস্থান নিয়ে কথা বলেছেন।
আফগানিস্তানের সঙ্গে এর আগে ২০১৯ সালে একমাত্র টেস্টে বাংলাদেশ ২২৪ রানে হেরেছিল। সেটিও আবার নিজেদের মাঠ চট্টগ্রামে। এবার মিরপুরে জিতে সেটার প্রতিশোধ নিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেছেন, 'এখনও দুই দিন বাকি আছে। আমরা লম্বা সময় ব্যাটিং করেছি। আর কোনো কিছু না। ওই রিভেঞ্জ-টিভেঞ্জ (প্রতিশোধ) নেওয়ার কিছু নাই। আবহাওয়া দেখেন যদি দুইদিন বৃষ্টি হয়, সেটা একমাত্র আল্লাহ জানে। এটা আমিও নিয়ন্ত্রণ করতে পারবো না। আপনিও পারবেন না। আমাদের চিন্তা ছিল লম্বা ব্যাটিং করতে হবে। ৬০০ বা ৭০০ করতে হবে এমন চিন্তা ছিল না।'
দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ১২ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। সর্বশেষ ২৬ মাস আগে মুমিনুল সেঞ্চুরি করেছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে। সেঞ্চুরি না পাওয়ার সঙ্গে মাঝে রানেও ছিলেন না তিনি।
দীর্ঘ সেঞ্চুরি খরা কাটানোয় স্বস্তিতে আছেন মুমিনুল। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মলনে আক্ষেপ ঘুচেছে জানান বাংলাদেশি ব্যাটসম্যান।
তবে মাঝে কিছুদিন রান না পাওয়ার প্রশ্নে একমত নন মুমিনুল, তিনি বলেন, 'রান হচ্ছে না, আপনারা যদি শেষ চার ইনিংস দেখেন, রান অত খারাপ না। মানে আপনারা হয়তো প্রতি ম্যাচে ২০০ আশা করেন, এজন্য আপনাদের কাছে মনে হয় রানে নাই! আপনারা যেভাবে চিন্তা করেন রানে নাই, তা না! হ্যাঁ, আক্ষেপ ছিল যখন লম্বা ইনিংস ব্যাটিং করতে পারিনি, যেটা আমার অভ্যাস। এক-দুই-তিন-চার সেশন ব্যাটিং করা, ঐটা নিয়ে আক্ষেপ ছিল। আলহামদুলিল্লাহ, সেটা করতে পারছি, দলের জন্য ভালো হয়েছে, আর কিছু না।'