প্রধানমন্ত্রী কর্তৃক ৩০ লাখ টাকা সহায়তা পেলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক
২০০৩ সালে জেতা একমাত্র সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন যিনি, সেই রজনী কান্ত বর্মণের শারীরিক অবস্থা ভালো অবস্থায় নেই। তার পরিবারের আর্থিক অবস্থাও করুণ, অস্বচ্ছলতা ঘিরে ধরেছে তাদের।
গাজীপুরের পৈতৃক ভিটায় ভাঙা এক বাড়িতে দিন কাটানো জাতীয় দলের সাবেক এই অধিনায়কের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্যের আবেদন করেছিলেন রজনী কান্ত বর্মণ। সেই আবেদনের পরেই প্রধানমন্ত্রী কর্তৃক ৩০ লাখ টাকার সহায়তা পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছ থেকে প্রধানমন্ত্রীর দেয়া ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র বুঝে নেন রজনী।
রজনী ছাড়াও আর্থিক সহায়তা পেয়েছেন আবাহনী ফুটবল দলের সাবেক অধিনায়ক কাজী আনোয়ার। তিনি ২৫ লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র পেয়েছেন। আবাহনী ক্লাবের দুই কর্মচারী তারেকুল ইসলাম লিটন ও আতাউল ইসলাম ২ লক্ষ টাকা করে পেয়েছেন।
আর্থিক সাহায্যের পাশাপাশি রজনীকে গাজীপুরে বাড়ি এবং কাজী আনোয়ারকে ঢাকায় একটি ফ্ল্যাট দেয়া হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৫ জন ক্রীড়াবিদ এবং ক্রীড়াসংগঠককে চিকিৎসা সহায়তা হিসেবে দেওয়া ৯১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।