মালদ্বীপকে উড়িয়ে সেমি-ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে মালদ্বীপের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। হাভিয়ের কাবরেরার শিষ্যরা শুধু জেতেননি-ই, রীতিমতো আধিপত্য বিস্তার করেই জিতেছে।
ব্যাঙ্গালুরুতে মালদ্বীপকে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ৷ পিছিয়ে পড়েও দুর্দান্ত খেলে ম্যাচ জেতার পাশাপাশি সেমি-ফাইনাল খেলার স্বপ্ন উজ্জ্বল হয়েছে রাকিব-তারিক কাজীদের৷
ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। হামজা মোহামেদের গোলে তারা এগিয়ে থাকে ৪২ মিনিট পর্যন্ত। চোট কাটিয়ে প্রথম একাদশে ফেরা রাকিব বাংলাদেশকে সমতায় ফেরান।
প্রথমার্ধের বিরতিতে এই স্কোরলাইনেই যায় দুই দল। দ্বিতীয়ার্ধে মালদ্বীপকে প্রচন্ড চাপে রাখে বাংলাদেশ। হাভিয়ের কাবরেরার শিষ্যরা শুধু গোলটাই পাচ্ছিলেন না
অবশেষে ৬৭ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। আগের ম্যাচে লেবাননের কাছে যার ভুলে প্রথম গোল হজম করেছিল বাংলাদেশ, সেই তারিক কাজীই গোল করে এগিয়ে দেন দলকে৷
গোল পেয়েও আক্রমণ থামায় নি লাল-সবুজের দল। তবে এবার প্রতি আক্রমণ নির্ভর কৌশলে খেলেন সোহেল রানা-বিশ্বনাথরা।
মালদ্বীপ গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে। সেই সুযোগেই প্রতি আক্রমণ থেকে ম্যাচের ৮৮ মিনিটে দুর্দান্ত ফিনিশে ব্যবধান ৩-১ করেন মোরসালিন।
যোগ করা সময়ে মালদ্বীপের শট জিকোর পোস্ট কাঁপালেও বিপদ ঘটেনি। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানেই জেতে বাংলাদেশ।
এই জয়ে দুই ম্যাচে ১ জয়, ১ হারে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে ভুটানকে হারালেই সেমি-ফাইনালে উঠবেন জামালরা। না জিতে ড্র করলেও সেমি-ফাইনালে খেলার সুযোগ থাকছে কাবরেরার শিষ্যদের।