সেমি-ফাইনালে যেতে আজ বাংলাদেশের সামনে যেসব সমীকরণ
মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ছিলো বাঁচা-মরার। সেই ম্যাচ জিতে এখন কিছুটা নির্ভার বাংলাদেশ। কিন্তু কাজ এখনো সম্পূর্ণ হয়নি।
সেমি-ফাইনালে যেতে হলে আজ ভুটানের বিপক্ষেও জিততে হবে বাংলাদেশকে। আর ড্র করলেও শেষ চারে যাবেন জামাল-সোহেলরা, যদি অপর ম্যাচে লেবাননের বিপক্ষে মালদ্বীপ হারে বা ড্র করে। বাংলাদেশ এবং মালদ্বীপ দুই দলই যদি হারে সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল যাবে সেমি-ফাইনালে। ভুটানের জন্য শেষ চারে যাওয়া প্রায় অসম্ভবই বলা চলে।
এমন সব সমীকরণকে সামনে রেখে আজ ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় রাত ৮ টায় ভুটানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। র্যাংকিংয়ে ভুটান কিছুটা এগিয়ে থাকলেও বাংলাদেশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। মালদ্বীপকে হারানো গেলে ভুটানকে কেন নয়!
আজ সেমি-ফাইনালে উঠলে এবারের সাফে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য পূরণ হবে। এরপর ফাইনালে যাওয়ার লড়াইয়ে হাভিয়ের কাবরেরার দলকে মুখোমুখি হওয়া লাগতে পারে কুয়েতের। অপর গ্রুপে স্বাগতিক ভারতকে পেছনে ফেলে প্রথম হয়েছে কুয়েত। নিজেদের গ্রুপে রানার্সআপ হলে শক্তিশালী দলটির বিপক্ষেই খেলা লাগবে।
ভুটানের বিপক্ষে বরাবরই বাংলাদেশের রেকর্ড ভালো। ২০০৫ সালের পর থেকে এখন পর্যন্ত খেলা নয়টি ম্যাচের ছয়টিই জিতেছে বাংলাদেশ। হেরেছে মাত্র একটিতে। তাই আজ ফেভারিট হিসেবেই মাঠে নামবেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা।