‘বাংলাদেশে আমার হৃদয়ের একটি অংশ রেখে যাচ্ছি’
মাত্র ১১ ঘন্টার ঝটিকা সফরে এসে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি এমিলিয়ানো মার্তিনেস। তবু যতটুকু দেখেছেন তাতেই বাংলাদেশ হৃদয়ে গেথে গেছে তার৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, মাশরাফি বিন মুর্তজার সঙ্গে দেখা করেন মার্তিনেস। মূলত বেসরকারি প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চারসের মাধ্যমেই ঢাকায় এসেছিলেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।
এই ঝটিকা সফর শেষে বিকেলে কলকাতায় যান মার্তিনেস। ঢাকা ছাড়ার পর নিজের ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন তিনি৷ যেখানে আবারো বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করেন ৩০ বছর বয়সী এই গোলরক্ষক।
বাংলাদেশের মানুষের আতিথ্য পেয়ে মুগ্ধ তিনি, 'আমি বাংলাদেশের আবার আসতে চাই। আমার হৃদয়ের একটি অংশ এখানে রেখে যাচ্ছি। বাজপাখি নামটি আমার খুবই পছন্দ হয়েছে।'
বাংলাদেশ সফরে আসার পেছনে যারা সহায়তা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মার্তিনেস, 'আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং আরো অগণিত ব্যক্তিকে। যাদের নাম আমি জানি না, তবে তাদের প্রচেষ্টাও অনেক গুরুত্বপূর্ণ ছিলো। আপনারা সবাই এই বিশেষ বন্ধন তৈরিতে ভূমিকা রেখেছেন।'