টাইব্রেকারে কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত
টাইব্রেকারে কুয়েতকে হারিয়ে সাফের শিরোপা জিতল স্বাগতিক ভারত। এই টুর্নামেন্টে এটি তাদের নবম শিরোপা, বলা বাহুল্য, সাফের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন দল তারাই।
সেমি-ফাইনালে অতিরিক্ত সময়ে কুয়েতের কাছে গোল হজম করে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। সেই কুয়েতকেই ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
সাফের এই ফাইনাল দেখতে দর্শকে পরিপূর্ণ হয়ে গিয়েছিল বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়াম। ভারতের জয় দেখতে গ্যালারিতে ভিড় করেছিলেন ২৬ হাজার ফুটবলপ্রেমী। ১২০ মিনিট ১-১ সমতা শেষে ভারত টাইব্রেকারে জেতায় সমর্থকেরা তৃপ্তি নিয়েই ছেড়েছেন মাঠ।
কুয়েতকে টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় হারিয়ে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছে স্বাগতিক ভারত। টাইব্রেকারে ভারতকে শিরোপা জেতানোর নায়ক গোলকিপার গুরপ্রীত সিং। টাইব্রেকারে ৪-৪ শেষে সাডেন ডেথে কুয়েতের প্রথম শটটা আটকে তিনি দলকে নিয়ে যান জয়ের বন্দরে। তার আগে টাইব্রেকারে ৫ শটে দুই দলই করেছে ৪টি করে গোল। কুয়েত প্রথম শটে গোল করতে পারেনি, ভারত পারেনি চতুর্থ শটে গোল করতে।
ফাইনালের প্রথম অবশ্য গোলটা করেছিল কুয়েত। ১৪ মিনিটে শাবিব আল খালদির গোলে ১-০। ভারতের সমর্থকেরা স্তব্ধ হয়ে যান কিছু সময়ের জন্য। ৩৮ মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতের গোলে ভারত ম্যাচে ফিরলে আবার প্রাণ ফেরে গ্যালারিতে। এরপর নির্ধারিত ৯০ মিনিটে আর গোল হয়নি। অতিরিক্ত সময়ও দেখেনি কোনো গোল।