'মাইকেল জর্ডানের মতো সম্মান প্রাপ্য মেসির'
লিওনেল মেসি এখনও ইন্টার মায়ামির হয়ে খেলতে মাঠে নামেননি। তবে এর আগেই তার প্রভাব শুরু হয় গিয়েছে যুক্তরাষ্ট্রে।
মেজর লিগ সকারের একটি ক্লাবের কোচের মতে, যুক্তরাষ্ট্রে মাইকেল জর্ডানের মতো সম্মান প্রাপ্য মেসির।
যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান সে দেশে খুবই জনপ্রিয়। সর্বকালের সেরা ক্রীড়াবিদদের তালিকায় ওপরের দিকেই থাকেন জর্ডান। মেজর লিগ সকারের নাম প্রকাশে অনিচ্ছুক একটি ক্লাবের কোচ বলেন, 'মেসিকে মাইকেল জর্ডানের মতো সম্মান দেওয়া উচিত৷ রেফারিদের সব সিদ্ধান্তও তার পক্ষে যাওয়া উচিত।'
এদিকে রেফারি রবার্ট সিবিগার মতে, মেসির উপস্থিতি রেফারিদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে, 'মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। এর আগেও এখানে অনেক তারকা খেলে গেছেন। কিন্তু মেসি তো আর বেকহাম, ইব্রাহিমোভিচদের কাতারের নন, তাদের থেকেও ওপরে।'
ইন্টার মায়ামির হয়ে ২১ জুলাই অভিষেক হওয়ার কথা রয়েছে মেসির। মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির জার্সি প্রথমবারের মতো গায়ে চড়াবেন তিনি।