‘সীমা ছাড়িয়ে গেছে’ হারমানপ্রিত, বললেন সাবেক ভারতীয় অধিনায়ক
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে মেজাজ হারিয়ে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন হারমানপ্রিত কর। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চরম অখেলোয়াড়সুলভ আচরণ করতে দেখা যায় ভারত নারী দলের অধিনায়ককে। এমন আচরণের কারণে আইসিসির শাস্তির সম্মুখীন হতে পারেন হারমানপ্রিত।
এই ঘটনায় ভারত ও বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে চরম সমালোচনার শিকার হয়েছেন ভারতীয় অধিনায়ক। ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আঞ্জুম চোপড়ার পর এবার হারমানপ্রিতকে একহাত নিয়েছেন ভারত নারী দলের সাবেক অধিনায়ক ডায়ানা এডুলজি।
ভারতের হয়ে ২০ টেস্ট ও ৩৪ ওয়ানডে খেলা এডুলজি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক কলামে লিখেছেন, 'আমি মেনে নিলাম (আম্পায়ারের) সিদ্ধান্ত ভুল ছিলো। কিন্তু এটা তো ক্রিকেটে প্রথমবার ঘটেনি। এর আগেও ভুল সিদ্ধান্ত দেয়া হয়েছে, ছেলেদের ক্রিকেটেও হয়েছে।'
'ম্যাচের পর যা হয়েছে, তা মোটেই প্রয়োজন ছিলো না। হারমানপ্রিত দলের অধিনায়ক। এটা ভালো কোনো উদাহরণ নয় তার সতীর্থদের জন্য। যাদের বয়স কম, তারা সিনিয়র ক্রিকেটারদের থেকে শেখে। তাই হারমানপ্রিতের এমন আচরণ গ্রহণযোগ্য নয়।' লিখেছেন এডুলজি।
হারমানপ্রিতের আচরণ সীমা ছাড়িয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমি জানি হারমানপ্রিতের মাথা একটু গরম, সম্ভবত তার বাজে আচরণের পেছনে তার রান না পাওয়াও একটা কারণ। সে সেদিন সীমা ছাড়িয়ে গিয়েছিলো।'
আইসিসির আচরণবিধির লেভেল-২ পর্যায়ের অপরাধ করেছেন হারমানপ্রিত। এর আগে কোনো নারী ক্রিকেটারই এই পর্যায়ের অপরাধ করেননি।