এশিয়ান গেমস ফুটবলে কঠিন গ্রুপে বাংলাদেশের পুরুষ ও নারী দল
আগামী সেপ্টেম্বরে চীনের হাংজুতে বসবে এশিয়ান গেমসের ১৯তম আসর। এই আসরের ফুটবলের গ্রুপ আজ চূড়ান্ত হয়েছে। বাংলাদেশের পুরুষ ও নারী; দুই দলই কঠিন গ্রুপে পড়েছে। অনূর্ধ্ব-২৩ পর্যায়ে হবে ছেলেদের প্রতিযোগিতা, মেয়েদের ফুটবলে খেলবে জাতীয় দল।
বৃস্পতিবার অনুষ্ঠিত ড্রয়ে 'এ' গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপের বাকি তিন দল হচ্ছে স্বাগতিক চীন, ভারত ও মিয়ানমার। ছেলেদের ডিসিপ্লিনে ২৩ দল অংশ নেবে। ছয় গ্রুপের মধ্যে কেবল 'ডি' গ্রুপে তিনটি দল, বাকি গ্রুপগুলোয় খেলবে ৪টি করে দল।
বাংলাদেশের মেয়েরা 'ডি' গ্রুপে পড়েছে। এই গ্রুপে সাবিনা-কৃষ্ণাদের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম ও নেপাল। এশিয়ান গেমসে মেয়েদের ফুটবলে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। মেয়েদের ডিসিপ্লিনে ১৭টি দল লড়বে। দুই গ্রুপে খেলবে ৪টি করে দল, বাকি তিন গ্রুপে ৩টি করে দল।
মেয়েদের পাঠানোর ব্যাপারে আগেই সিদ্ধান্ত নেওয়া থাকলেও বাংলাদেশ পুরুষ দলকে পাঠানোর পরিকল্পনা ছিল না বাংলাদেশের। অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে ছেলেদের দল পাঠানো হবে না বলে ঘোষণাও দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পরবর্তীতে বাফুফের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত বদলায় বিওএ।
এশিয়ান গেমস ফুটবলে ছেলেদের ডিসিপ্লিনে ছয় গ্রুপের সেরা, রানার্সআপ এবং তৃতীয় স্থানে থাকা সেরা চার দল উঠবে শেষ ষোলোয়। মেয়েদের ডিসিপ্লিনে পাঁচ গ্রুপের সেরা এবং দ্বিতীয় স্থানে থাকা সেরা তিন দল খেলবে কোয়ার্টার-ফাইনালে।
২০২২ সালে চীনের হাংজুতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনাভাইরাসের প্রভাবে আসরটি পিছিয়ে যায়। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস। এই আসরে সুইমিং, ফেন্সিং, কাবাডি, তায়কোয়ানদো, আর্চারি, ফুটবল, কারাতে, ভারোত্তোলন, অ্যাথলেটিকস, গলফ, ব্রিজ, বাস্কেটবল, জিমন্যাস্টিকস, রোলার স্কেটিং, ক্রিকেট, হকি, শুটিং ও বক্সিং- এই ১৭ ডিসিপ্লিনে অংশ নেওয়ার কথা বাংলাদেশের।