অধিনায়ক হিসেবে সাকিবকে চান সুজন
তামিম ইকবাল বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ছাড়ার পর থেকে স্বাভাবিকভাবেই নতুন অধিনায়ক কে হবেন, সেই প্রশ্ন ওঠে। তবে এখনই এ বিষয়ে ভাবছে না বিসিবি, জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
এদিকে অনেক দিন বাংলাদেশের টিম ডিরেক্টর হিসেবে থাকা খালেদ মাহমুদ সুজনের মতে, সাকিব আল হাসানই এগিয়ে আছেন নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে।
এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো বড় দুটি টুর্নামেন্টে সাকিবকে অধিনায়ক করা হলে সেটি সেরা সিদ্ধান্ত হবে বলে মত সুজনের। তবে নিয়ম মেনে বর্তমান সহ-অধিনায়ক লিটন দাসকে অধিনায়ক করা হলেও আপত্তি নেই তার।
অধিনায়ক হিসেবে লিটনের দুই সিরিজের পারফরম্যান্সে খুশি সুজন। শনিবার সংবাদমাধ্যমকে তিনি জানান, দীর্ঘমেয়াদি ভাবনা থেকে সাকিবকেই অধিনায়ক হিসেবে দেখতে চাওয়ার কথা, 'আমি কীভাবে বলি যে, লিটন দাস নয়। লিটন দাস সিরিজ জিতিয়েছে, ভারতের বিপক্ষে। তবে যাই হোক, সাকিব তো অবশ্যই এগিয়ে থাকবে এখানে। সাকিবের মাথা, অধিনায়কত্বের অভিজ্ঞতা অনেক বেশি। তবু লিটনকেও ছোট করতে চাই না। লিটন অতীতে খুবই ভালো কাজ করেছে।'
সুজন আরো যোগ করেন, 'তবে আমি মনে করি যে দলে সাকিব আছে, সে দলে এখন সাকিবকে দেওয়াটাই ঠিক। আমার ব্যক্তিগত মত এটি। আর লিটন, শান্ত, মিরাজ এরাও তৈরি হবে। সামনে এদেরকেই করতে হবে। এদের হাতেই আর্মব্যান্ড যাবে। তামিম, মুশফিকরা অবসর নিলে এরাই সিনিয়র হবে।'
অধিনায়ক যেই হন না কেন, একজনের প্রতি আরেকজনের পূর্ণ সমর্থন থাকবে বলেই বিশ্বাস করেন সুজন, 'অবশ্য লিটনকেদিলেও যে, এটা সাকিবের জন্য ইস্যু হবে, তা নয়। আমি সাকিবকে ব্যক্তিগতভাবে চিনি। আমার মনে হয় না, সাকিব এসব নিয়ে কিছু মনে করবে। সে উল্টো লিটনকে আরও বেশি সাহায্য করবে। এখন বোর্ড যদি মনে করে লিটন , এটাও কোনো সমস্যা নয়।'