'সাকিবের চেয়ে কেউ সিরিয়াস নেই ক্রিকেট নিয়ে'
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি। সাকিব আল হাসানকে ফেরানো হয়েছে অধিনায়কের দায়িত্বে।
আজ নিজের বাসভবনে গণমাধ্যমের সামনে সাকিবকে অধিনায়ক করার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
অধিনায়ক কে হচ্ছেন, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'অধিনায়ক কে হবে, এটা আপনারা জানেন না? আশ্চর্য্য লাগছে! আমার তো মনে হয়, এটা তো যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে বলে দেবে। এটা তো অবভিয়াস চয়েজ। আমি জানি না, কেন এটা নিয়ে এত টেনশন করছেন। এখন এশিয়া কাপ, সামনে বিশ্বকাপ। এত কম সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে, সবচেয়ে অবভিয়াস চয়েজটাই সাকিব আল হাসান।'
সাথে নাজমুল হাসান পরিষ্কার করেন, সাকিবকে দায়িত্বটা দীর্ঘ মেয়াদে দেওয়া হয়নি, 'ওর সঙ্গে সেরকম (দীর্ঘ মেয়াদে অধিনায়কত্বের ব্যাপারে) আলোচনায় হয়নি। ও দেশে এলে বলতে পারব। দীর্ঘ মেয়াদে ওপর পরিকল্পনাটাও জানতে হবে। কারণ একসঙ্গে তিনটা ওর ওপর বোঝা হয়ে যাবে। কাজেই ওর সঙ্গে কথা বলে নিতে হবে। ওর সঙ্গে কথা না বলে কিছু বলাটা এখন কঠিন। একে তো ও দেশের বাইরে, তার ওপর একটা দলের হয়ে খেলছে। ওখানে ওরও কিছু ব্যস্ততা আছে। সে জন্য ওকে বেশি ডিস্টার্ব করতে চাইনি। আজকেও আবার ওর খেলা। তবে মোটামুটিভাবে যেটা আমরা ঠিক করেছি, বিশ্বকাপ পর্যন্ত যে খেলা আছে, এই সময়টায় অবশ্যই সাকিব আল হাসান অধিনায়ক। ওর সঙ্গে কথা বলে ঠিক করব যে, এটা কী দীর্ঘ মেয়াদি নাকি তিনটাই থাকবে নাকি কোনোটা ছাড়বে।'
সাকিবকেই কেন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হলো এই প্রশ্নের জবাবে নাজমুল হাসানের উত্তর, 'ওর পটেনশিয়াল নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা জিনিস খুব ভালো লাগছে আমার। সাম্প্রতিক সময়ে, গত এক বছর ধরে দেখছি। সেটা হচ্ছে সাকিবকে নিয়ে আমার যে সন্দেহ ছিল, এটা আমার ব্যক্তিগত কথা, ও কতোটা সিরিয়াস, কোন খেলাটা খেলবে কিংবা খেলবে না। এখন দেখছি ওর চেয়ে সিরিয়াস কেউ নেই, ক্রিকেট নিয়ে। আমাদের যে পরিমাণ খেলা, সেগুলো তো খেলছেই, কন্টিসিউয়াসলি খেলে যাচ্ছে। কানাডায় গেল, এখন আবার শ্রীলঙ্কায় গেল। এই যে এখন বিশ্বকাপে অধিনায়কত্বের দায়িত্ব, আমার কাছে মনে হয়, সে এখন টোটালি ফোকাসড অন ক্রিকেট। এটা আমাদের জন্য খুব বড় বিষয়। ওর সামর্থ্য নিয়ে কখনও কোনও সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না।'