মুম্বাইয়ে হামলার পর প্রথমবার পাকিস্তানে যাচ্ছেন বিসিসিআই সভাপতি
ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক বরাবরই শীতল। যার প্রভাব পড়ে দুই দলের খেলাধুলার ক্ষেত্রেও। যে কোনো খেলায় ভারত-পাকিস্তান মুখোমুখি মানেই উত্তেজনার পারদ চড়া।
ক্রিকেটে যেটি আরও বেশি। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে আর পাকিস্তানে যায়নি ভারত।
ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের কর্তারাও পাকিস্তান ভ্রমণ করেননি এরপর। তবে এবার বরফ গলতে যাচ্ছে। এশিয়া কাপ উপলক্ষে পাকিস্তানে যাচ্ছেন বিসিসিআই সভাপতি সহ আরো উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা।
বিসিসিআইয়ের বর্তমান সভাপতি রজার বিনি, সহ-সভাপতি রাজিব শুকলা ৪ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আতিয়থেয়তা গ্রহণ করবেন। সেখানে তারা ৭ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন এবং এশিয়া কাপের দুটি ম্যাচও দেখবেন।
উল্লেখ্য, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে দল পাঠাতে রাজি হয়নি ভারত। যার কারণে 'হাইব্রিড' মডেলে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ।