এমএলএসের নিয়ম ভেঙে শাস্তির মুখে মেসি!
মেজর লিগ সকারকে এক প্রকার ছেলেখেলাই বানিয়ে ফেলেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচ খেলে ১১টি গোল করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
যে মায়ামি জয়ের স্বাদ ভুলতে বসেছিল, সেই তারাই মেসির খেলা নয় ম্যাচের নয়টিই জিতেছে। ইতোমধ্যে নিজেদের ক্লাব ইতিহাসের প্রথম শিরোপাও জিতেছে মায়ামি। দ্বারপ্রান্তে আছে আরেকটি শিরোপা জেতার।
তবে মহাতারকা হলেও নিয়ম ভাঙার শাস্তি মেসিকেও পেতে হতে পারে। তা কী নিয়ম ভেঙেছেন এলএম টেন? এমএলএসের নিয়ম অনুযায়ী, ম্যাচ শেষে জয়ী দলের কাউকে সংবাদ সম্মেলনে যেতে হবে। সাধারণত ম্যান অব দ্য ম্যাচেরই যাওয়ার কথা।
কিন্তু এমএলএসে নিজের অভিষেক ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে না গিয়ে স্টেডিয়াম ছেড়ে চলে যান মেসি। যা এমএলএসের নিয়মের পরিপন্থী।
তবে এই নিয়ম ভাঙার কারণে কোন শাস্তি পেতে পারেন মেসি, তা এখনো জানা যায়নি।